কয়েকদিন আগে সাউথ সুলাওয়েসি প্রদেশে নিখোঁজ হওয়া একটি মৎস্য নজরদারি বিমানের ১০ আরোহীর মৃতদেহ উদ্ধার করেছে ইন্দোনেশিয়ার উদ্ধারকর্মীরা। শুক্রবার দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এ খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সাউথ সুলাওয়েসির মারোস অঞ্চলের আশপাশে থাকাকালে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট (আইএটি) মালিকানাধীন এটিআর ৪২-৫০০ টার্বোপ্রপ বিমানটির সঙ্গে শনিবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে বিমান চলাচল নিয়ন্ত্রক কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
মাছের ওপর নজরদারি করতে ইন্দোনেশিয়ার সমুদ্র বিষয়ক ও মৎস্য মন্ত্রণালয় ওই বিমানটি ভাড়া নিয়েছিল। নিখোঁজ হওয়ার সময় বিমানে ৭ ক্রু ও তিন যাত্রী ছিলেন, যাত্রীরা সবাই ছিলেন মন্ত্রণালয়ের কর্মী।
সাউথ সুলাওয়েসির উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা আন্দি সুলতান এক ভিডিওতে কান্নাভেজা চোখে জানান, কর্তৃপক্ষ শুক্রবার ভোরের আগে নবম ও দশম মৃতদেহ উদ্ধার করেছে, তারপরও উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকারী সংস্থাও আলাদা করে তাদের ইনস্টাগ্রাম পেইজে ১০ নিহতের মৃতদেহ পাওয়ার খবর জানায়।
স্থানীয় উদ্ধারকর্মীরা এর আগে রাজধানী জাকার্তা থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত মারোস অঞ্চলের বুলুসারাউং পর্বতের কাছে আলাদা আলাদা জায়গায় বিমানটির ধ্বংসাবশেষ পেয়েছিল। বিমানটির ব্ল্যাকবক্স খতিয়ে দেখা হচ্ছে বলে চলতি সপ্তাহেই গণমাধ্যমকে জানিয়েছিলেন ইন্দোনিশয়ার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি কমিটির (কেএনকেটি) প্রধান। এই কেএনকেটি-ই ইন্দোনেশিয়ায় পরিবহন খাতে হওয়া সব দুর্ঘটনার তদন্ত করে।
অর্থ-বাণিজ্য: মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা
অর্থ-বাণিজ্য: ২১ দিনে প্রবাসী আয় দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে
অর্থ-বাণিজ্য: ব্যাংক হিসাবে পিছিয়ে পড়া দেশের তালিকায় বাংলাদেশ
আন্তর্জাতিক: এক বছরে তিনবার ঈদের ছুটি! মিলবে ২০৩৯ সালে
আন্তর্জাতিক: ‘ট্রিগারে আঙুল’ রয়েছে, ওয়াশিংটনকে হুঁশিয়ারি ইরানের