ইরানে সরকারবিরোধী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের হুমকির পাল্টায় বিপ্লবী রক্ষীবাহিনীর কমান্ডার ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন, তার বাহিনীর ‘আঙুল ট্রিগারে’ রয়েছে। যুক্তরাষ্ট্র গত কয়েকদিন ধরে ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখালেও গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের দিকে ‘বিশাল নৌবহর’ যাচ্ছে বলে জানান। এর পরই ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর কমান্ডারের এ হুঁশিয়ারির খবর এল।
রক্ষীবাহিনীর কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সাবধান করে বলেছেন, “ইতিহাসের অভিজ্ঞতা ও ১২ দিনের চাপিয়ে দেয়া যুদ্ধ থেকে যা শিখেছে, ভুল হিসাব এড়াতে তাদের তা থেকে শিক্ষা নেয়া উচিত।’
‘ইসলামী বিপ্লবী রক্ষীবাহিনী ও প্রিয় ইরান তাদের আঙুল ট্রিগারে রেখেছে, তারা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত, যে নেতা তাদের নিজেদের জীবনের চেয়েও বেশি প্রিয়, সেই সর্বাধিনায়কের (আয়াতুল্লাহ আলি খামেনি) নির্দেশ বাস্তবায়নে তারা প্রস্তুত,’ পাকপুর এমনটাই বলেছেন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থা। ইরানে বিক্ষোভ ঘিরে খুব শিগগিরই যুক্তরাষ্ট্র শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটিতে হামলা চালাবে এমন সম্ভাবনা কম মনে হলেও উত্তেজনা এখনও প্রকট। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তৃতায় ট্রাম্প গত বছর ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় হামলার কথা স্মরণ করেন। বলেন, তেহরান যেন পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলতে না পারে তা নিশ্চিত করতেই তাদের এ হামলা করতে হয়েছে।
‘সেটা হতে দিতে পারি না। ইরান কথা বলতে চায়, আমরা কথা বলবো,’বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের জয়েন্ট কমান্ড সদরদপ্তরের নেতৃত্ব দেওয়া জেনারেল আলি আবদুল্লাহি আলিআবাদি হুঁশিয়ার করে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘মার্কিন সব ঘাঁটি, প্রভাবকেন্দ্র ও স্বার্থ’ স্বয়ংক্রিয়ভাবেই ‘বৈধ নিশানায়’ পরিণত হবে।
গত মঙ্গলবার ট্রাম্প ইরানের নেতাদের উদ্দেশ্যে বলেছিলেন, খামেনিকে লক্ষ্য করে চালানো হামলার প্রতিক্রিয়ায় যদি তার (ট্রাম্প) ওপরও হামলা হয় তাহলে যুক্তরাষ্ট্র ‘তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে’।
অর্থ-বাণিজ্য: মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা
অর্থ-বাণিজ্য: ২১ দিনে প্রবাসী আয় দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে
অর্থ-বাণিজ্য: ব্যাংক হিসাবে পিছিয়ে পড়া দেশের তালিকায় বাংলাদেশ
আন্তর্জাতিক: এক বছরে তিনবার ঈদের ছুটি! মিলবে ২০৩৯ সালে
আন্তর্জাতিক: ‘ট্রিগারে আঙুল’ রয়েছে, ওয়াশিংটনকে হুঁশিয়ারি ইরানের