যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে রাশিয়ার সঙ্গে দ্বিতীয় দিনের শান্তি আলোচনা শুরুর আগের রাতে ইউক্রেইনে রাশিয়ার তুমুল হামলায় একজন নিহত ও ২৩ জন আহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কিইভ।
ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা একে ‘নির্মম’ হামলা বলে আখ্যা দিয়েছেন। বলেছেন, “রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘নির্দয়’ আদেশে হওয়া এই হামলা কেবল আমাদের লোকজনকেই আঘাত করেনি, আলোচনার টেবিলেও আঘাত হেনেছে।”
২০২২ সালে প্রতিবেশি দেশে ক্রেমলিন ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পর আবু ধাবিতে এবারই প্রথম রাশিয়া, ইউক্রেইন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হচ্ছে। প্রথম দিনের আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও ভূখ- সংক্রান্ত মূল ইস্যু নিয়ে দুই পক্ষ এখনও অনড় বলে এক সূত্র বিবিসিকে জানিয়েছে।
ইউক্রেইনের রাজধানী কিইভের মেয়র রাশিয়ার হামলায় একজন নিহত ও ৪ জন আহত হওয়ার খবর দিয়েছেন। খারকিভের মেয়র জানিয়েছেন, শনিবার ভোরের আগে টানা হামলায় তাদের ১৯ জন আহত হয়েছে।
আবু ধাবিতে ত্রিপক্ষীয় বৈঠকের দ্বিতীয় দিনে সিবিহা বলেছেন, আগের রাতে হওয়া ‘বর্বর’ হামলা এটাই প্রমাণ করে যে ‘শান্তি পর্ষদে নয় পুতিনের জায়গা হওয়া উচিত বিশেষ ট্রাইব্যুনালের কাঠগড়ায়’।
দিনকয়েক আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, পুতিন বৈশ্বিক সংঘাত নিরসনের লক্ষ্যে বানানো তার ‘শান্তি পর্ষদে’ যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে পুতিন এখনও আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ গ্রহণ না বর্জন করেছেন তা জানাননি।
কিইভের মেয়র ভিতালি ক্লিৎস্কো টেলিগ্রামে বলেছেন, রুশ হামলায় আহত চারজনের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি হয়েছে, ৬ হাজার ভবনে ঘর গরম রাখার ব্যবস্থাপনা কাজ করছে না।
ইউক্রেইনের অনেক অংশে তাপমাত্রা মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
“রুশ হামলার মূল লক্ষ্যই হচ্ছে জ্বালানি অবকাঠামো,” বলেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
কয়েকদিন আগে মস্কো কিইভের বৈদ্যুতিক অবকাঠামোকে নিশানা বানিয়েছিল। যে কারণে বাধ্য হয়ে জেলেনস্কি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যাবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। যদিও পরে তিনি ওই সম্মেলনে উপস্থিত হন।
খারকিভের মেয়র ইহর তেরেখোভের দাবি, শনিবার ভোরের আগে রুশ হামলায় তার শহরের একটি মাতৃসদন হাসপাতাল ও বাস্তুচ্যুতদের একটি হোস্টেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবু ধাবিতে ত্রিপক্ষীয় আলোচনার কেন্দ্রে রয়েছে ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকা। এর বেশিরভাগ অংশই এখন রাশিয়ার হাতে রয়েছে। বাকি অংশটুকুও ইউক্রেইন ছেড়ে দিক- এমনটাই চায় মস্কো। কিইভ এই দাবি প্রত্যাখ্যান করেছে।
ক্রাইমিয়াসহ যুদ্ধপূর্ববর্তী ইউক্রেইনের প্রায় ২০% এখন রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।
দাভোসে জেলেনস্কি বলেছিলেন, “সবটাই ভূমি নিয়ে। এখন পর্যন্ত এই ইস্যুর মীমাংসা হয়নি।”
রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি হলে ইউক্রেইনের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তায় যুক্তরাষ্ট্রও যে থাকবে তা নিয়ে ট্রাম্পের সঙ্গে সমঝোতা হয়েছে তারা।
এ বিষয়ে বিস্তারিত কিছু না বললেও তিনি জানিয়েছেন, এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগে তা মার্কিন কংগ্রেস ও ইউক্রেইনের পার্লামেন্টে অনুমোদিত হতে হবে।
আবু ধাবিতে আলোচনা শুরু হওয়ার আগের দিন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনার মস্কো গিয়ে পুতিনের সঙ্গে বৈঠকও করেছেন। যে বৈঠককে ‘কার্যকরী’ আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
প্রথম দিনের আলোচনা শেষে ইউক্রেইনের প্রতিনিধি দলের নেতা রুস্তম উমেরভ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, “রাশিয়ার যুদ্ধ বন্ধে সীমারেখা ঠিক করা এবং মর্যাদাপূর্ণ ও স্থায়ী শান্তির দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আলোচনার পরবর্তী কৌশল নির্ধারণেই বৈঠকে মনোযোগ দেওয়া হয়েছে।”
অর্থ-বাণিজ্য: ভারতের অধিকাংশ পণ্যে জিএসপি সুবিধা স্থগিত করেছে ইইউ
অর্থ-বাণিজ্য: বাজার মূলধন বাড়লো ৬ হাজার কোটি টাকা
অর্থ-বাণিজ্য: পোশাক খাত নিয়ে সংকট, উদ্বিঘœ ব্যবসায়িরা
বিজ্ঞান ও প্রযুক্তি: গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি: ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে এজেন্টিক এআই