image

প্রখ‌্যাত সাংবাদিক মার্ক টালি আর নেই

সংবাদ অনলাইন রিপোর্ট

প্রখ্যাত সাংবাদিক, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু স্যার মার্ক টালি মারা গেছেন। আজ রোববার দুপু‌রে নয়া দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিবিসির সাবেক এই সাংবাদিক। এসময় তার বয়স ছিল প্রায় ৯০ বছর। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন তার সাবেক সহকর্মী সতীশ জ্যাকব। এমন‌টিই জা‌নি‌য়ে‌ছে বিবিসি হিন্দি সার্ভিস।

উল্লেখ‌্য, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্ক টালি বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা ছিলেন। বিবিসি রেডিওতে তার পরিবেশিত খবর ছিল মানুষের মুক্তিযুদ্ধের সংবাদ জানার প্রধান উৎস। সেসময় উত্তাল দিনগুলোতে বিবিসি রেডিওতে যার কণ্ঠ শোনার জন্য অপেক্ষায় থাকত দেশের মানুষ; এই ভূখণ্ডে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ আর বাঙালির দুর্দশার প্রকৃত চিত্র তি‌নি পৌঁছে দিতেন বিশ্বের কাছে।

একাত্তরে মুক্তিযুদ্ধে সহযোগিতার মাধ্যমে স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখায় মার্ক টালিকে ২০১২ সালে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেয় বাংলাদেশ।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি