বৈশ্বিক উত্তেজনায় সোনার দাম রেকর্ড গড়লো

সংবাদ অনলাইন রিপোর্ট

বিশ্ব ইতিহাসে সোনার দামে ঐতিহাসিক রেকর্ড গড়েছে। প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ডলার ছাড়িয়ে গেছে। গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে তৈরি হওয়া আর্থিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা সোনার দামে উল্লম্ফন ঘটিয়েছে। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতিও বাজারকে অস্থির করেছে তুলেছে।

https://sangbad.net.bd/images/2026/January/26Jan26/news/Untitled-1.jpg

গেল বছরে মূল্যবান এই ধাতুর দাম ৬০ শতাংশেরও বেশি বেড়েছে। ফলে ঐতিহাসিক রেকর্ড তৈরি হয়েছে এক প্রতিবেদনে জানিয়েছের বিবিসি। এর আগে শুক্রবার রূপার দামও প্রথমবারের মতো প্রতি আউন্স ১০০ ডলার ছাড়িয়েছে, যা গত বছর প্রায় ১৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

গেল শনিবার মার্কিন প্রেসিডেন্ট হুমকি দেন, কানাডা যদি চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করে, তবে দেশটির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন। এমন হুমকিতে বিনিয়োগকারীরা সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুকে ‘নিরাপদ সম্পদ’ হিসেবে বিবেচনা করেন।

সোনার আকাশছোঁয়া চাহিদার পেছনে স্বাভাবিকের চেয়ে উচ্চ মূল্যস্ফীতি, মার্কিন ডলারের দুর্বল অবস্থান ও বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার প্রবণতাও কাজ করছে। ধারণা করা হচ্ছে, মার্কিন ফেডারেল রিজার্ভ ফের সুদের হার কমাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন ও গাজা সংঘাত এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনাও সোনার দামে প্রভাব ফেলেছে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের অনুমান অনুযায়ী, মাটির নিচে আরও প্রায় ৬৪ হাজার সোনা মজুত রয়েছে। তাই ধারণা করা হচ্ছে, আগামী বছরগুলোতে সোনার বৈশ্বিক সরবরাহ একটি নির্দিষ্ট পর্যায়ে এসে থমকে যেতে পারে। এবিসি রিফাইনারির প্রাতিষ্ঠানিক বাজার বিভাগের প্রধান নিকোলাস ফ্র্যাপেল বলেন, ‘এই চরম অনিশ্চিত বিশ্বে বিনিয়োগে বৈচিত্র্য আনতে সোনা একটি অত্যন্ত কার্যকর মাধ্যম।’

অনেকের মতে, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি আর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কিত শেয়ারের অতিরিক্ত দাম নিয়ে আশঙ্কার কারণে আর্থিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। যার প্রভাব গিয়ে পড়ছে সোনার বাজারে। শুধু সাধারণ বিনিয়োগকারীই নয়, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোও তাদের মজুদে শত শত টন সোনা যোগ করেছে। যে কারণে দফায় দফায় সোনার দামে নতুন রেকর্ড গড়েছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি