ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে মহারাষ্ট্রের বরামতি বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। নিহতের মধ্যে বিমানের পাইলট ও অজিত পাওয়ারের নিরাপত্তা কর্মকর্তা রয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি সকালে মুম্বাই থেকে বরামতির উদ্দেশে রওনা দিয়েছিল। স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে মহারাষ্ট্রের বরামতি বিমানবন্দরের কাছে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই মন্ত্রীসহ পাঁচজন মারা গেছেন।
প্রাথমিক তথ্যের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানায়, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান অজিত পাওয়ার বরামতিতে জেলা পরিষদ নির্বাচনের জনসভায় অংশগ্রহণের জন্য যাচ্ছিলেন। মহারাষ্ট্রের বরামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় উপমুখ্যমন্ত্রী ও তার সঙ্গীদের নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়।
সারাদেশ: ‘মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে চাই’
সারাদেশ: হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা