image
ছবিঃ সংগৃহীত

ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

বিদেশী সংবাদ মাধ্যম

ইসরায়েলে গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। গতকাল বুধবার ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, হামিদরেজা সাবেত ইসমাইলপুর নামের ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। তিনি ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তার হন এবং পরে সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, তার অনলাইন কার্যক্রম পর্যালোচনা করার সময় দেখা গেছে যে তিনি সরাসরি ইসরায়েল-সংযুক্ত এক কর্মকর্তার কাছে নথি পাঠিয়েছেন।

ইরানি কর্তৃপক্ষ আরও অভিযোগ করেছে, ইসমাইলপুর ইসরায়েলের জন্য গোয়েন্দা ও অপারেশনাল কার্যক্রমে জড়িত ছিলেন। এর মধ্যে ছিল এক গোয়েন্দা কর্মকর্তার জন্য সরঞ্জাম সংগ্রহ এবং ইসফাহান ও লোরেস্তান প্রদেশে যানবাহন পরিবহন।

কর্তৃপক্ষের দাবি, এসব কর্মকাণ্ডের মূল লক্ষ্য ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলিতে নাশকতা চালানো।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি