image
ছবিঃ সংগৃহীত

বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী

বিদেশী সংবাদ মাধ্যম

ভারতের মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার একটি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও চারজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে মহারাষ্ট্রের পুনে জেলার বরামতিতে বিমানবন্দরে জরুরি অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতের বার্তা সংস্থা পিটিআই । ভারতভিত্তিক সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) এর প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার, (২৮ জানুয়ারী ২০২৬) সকালে বরামতি বিমানবন্দরে একটি চার্টার্ড বিমান ক্র্যাশ-ল্যান্ডের পর অজিত পাওয়ারসহ বিমানে থাকা পাঁচজন নিহত হন। ডিজিসিএ আরও জানিয়েছে, ভিএসআর পরিচালিত লারজেট-৪৫ বিমানটি চবরামতি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। এ সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।

এনডিটিভির সংবাদে উল্লেখ করা হয়েছে, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান অজিত পাওয়ার ছাড়াও আরও চারজন নিহত হয়েছেন।

তাঁদের মধ্যে পাইলট ও অজিত পাওয়ারের নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে উপস্থিত প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আমি নিজের চোখে দেখেছি। এটি সত্যিই খুব কষ্টের। বিমানটি নামার সময়ই মনে হচ্ছিল যেন এটি ভেঙে পড়বে, আর ঠিক তেমনটাই ঘটে। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে এটি বিস্ফোরিত হয়, এবং ভয়াবহ একটি বিস্ফোরণ ঘটে।

মহারাষ্ট্রের রাজনীতিতে অজিত পাওয়ার একজন পরিচিত ও প্রভাবশালী নেতা ছিলেন। তিনি বিভিন্ন সরকারের অধীনে ছয়বার উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি