ইরাক যদি আবার নুরি আল-মালিকিকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয়, যুক্তরাষ্ট্র দেশটিকে আর কোনও সমর্থন দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সম্প্রতি মালিকিকে শিয়া নেতৃত্বাধীন কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক জোট প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে নির্বাচিত করায় ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এমনটাই জানিয়েছেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ট্রাম্প লিখেছেন, মালিকিকে প্রধানমন্ত্রী করা হবে খুবই খারাপ সিদ্ধান্ত। তিনি বলেছেন, মালিকি যখন আগেও ক্ষমতায় ছিলেন, তখন দেশটি দারিদ্র্য ও চরম বিশৃঙ্খলার দিকে নেমে গিয়েছিল। ট্রাম্প আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইরাকের সফল হওয়ার সম্ভাবনা শূন্য। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, মালিকি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র আর কোনও ভাবেই ইরাককে সাহায্য করবে না।
এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রবিবার প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে ফোনালাপে মালিকির ইরান-ঘনিষ্ঠতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইরানের নিয়ন্ত্রণে থাকা কোনও সরকার ইরাকের স্বার্থকে অগ্রাধিকার দিতে পারবে না।
২০০৩ সালে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন আগ্রাসনের পর নুরি আল-মালিকি ইরাকে ক্ষমতায় আসেন। সাদ্দাম হুসেইনের পতনের পর তার শাসনামলে দমন-পীড়ন ও রাজনৈতিক অস্থিরতা বেড়ে যায়, যা সুন্নি চরমপন্থীদের উত্থান এবং ইসলামিক স্টেটের শক্তিশালী হওয়ার পথ তৈরি করে। ২০০৬ থেকে ২০১৪ সালে তার শাসনামলে তীব্র সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে এবং আইএস দেশটির বড় অংশ দখল করে। পরিস্থিতির অবনতির কারণে ২০১৪ সালে মালিকিকে পদত্যাগ করতে হয়।
আন্তর্জাতিক: ইরানে হামলায় আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব
আন্তর্জাতিক: দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
আন্তর্জাতিক: বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী
আন্তর্জাতিক: ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান