যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে আলোচনা করতে তুরস্ক সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠকে আরাঘচি সম্প্রতি পরিস্থিতি ও কূটনৈতিক সমাধানের পথ নিয়ে আলোচনা করবেন।
বৃহস্পতিবার, (২৯ জানুয়ারী ২০২৬) তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বৈঠকে হাকান ফিদান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে জানাবেন যে, ইরানের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা তুরস্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ইরানের বিরুদ্ধে যেকোনও সামরিক হামলার বিরোধিতা করবেন এবং সতর্ক করবেন যে, এমন পদক্ষেপ বিশ্বজুড়ে বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা কমাতে তুরস্ক মধ্যস্থতার প্রস্তাব দেবে। ফিদান জানাবেন, তুরস্ক দ্রুত পরমাণু কর্মসূচি সংক্রান্ত একটি কূটনৈতিক সমাধান চায় এবং প্রয়োজনে এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে সহায়তা করতে প্রস্তুত।
এই সফর এমন এক সময় হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে পরমাণু চুক্তিতে না এলে আরও ভয়াবহ সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন।
ট্রাম্প ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে একটি মার্কিন নৌবহর পাঠিয়েছেন এবং ইরানকে সরকারবিরোধী বিক্ষোভকারীদের দমন বা পরমাণু কর্মসূচি পুনরায় শুরু না করার সতর্কবার্তা দিয়েছেন।
আন্তর্জাতিক: কলকাতার গুদামে অগ্নিকাণ্ড, ২১টি দেহাংশ উদ্ধার
আন্তর্জাতিক: বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া করছে ভারত-রাশিয়া
আন্তর্জাতিক: কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে এমপিসহ নিহত ১৫