আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গৃহীত একটি সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির কংগ্রেসের ৭৫ জন সদস্য যৌথভাবে চিঠি দিয়েছেন। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিয়ো ও হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নয়েমকে পাঠানো চিঠিতে বাংলাদেশ ও পাকিস্তানসহ মোট ৭৫টি দেশের ওপর আরোপিত অভিবাসী ভিসা প্রক্রিয়ার স্থগিতাদেশ তুলে নেওয়ার আহ্বান জানানো হয়।
এশিয়ান প্যাসিফিক আমেরিকান ককাসের চেয়ারপার্সন কংগ্রেসওম্যান গ্রেস মেং-সহ ৭৫ কংগ্রেসম্যান তাদের চিঠিতে উল্লেখ করেন, এই স্থগিতাদেশের কারণে ইতোমধ্যে ভিসাপ্রাপ্ত এক লাখ ৩৫ হাজারেরও বেশি এশিয়ান-আমেরিকান যুক্তরাষ্ট্রে ফিরতে পারছেন না। বিশ্বের মোট জনগোষ্ঠীর প্রায় ৪০ শতাংশই এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন, যা বিশাল জনগোষ্ঠীর প্রতি এক ধরনের উপেক্ষা।
চিঠিতে আরও বলা হয়, পারিবারিক, ব্যবসায়িক, বিনিয়োগ বা চাকরিসহ নিয়মিত সব পথে যারা যুক্তরাষ্ট্রে প্রবেশের অপেক্ষায় আছেন, তাদের বলা হচ্ছে ‘সঠিক পথে’ আসতে। কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের আগেই আইন মেনে চলা ব্যক্তিদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। এটি একটি নির্দয় সিদ্ধান্ত, কারণ অভিবাসীরা সকল রীতিনীতি মেনেই তাদের কাগজপত্র জমা দিয়েছিলেন। এই নিষেধাজ্ঞা মূলত আইনানুগ পথে যুক্তরাষ্ট্রে আসতে চাওয়া ব্যক্তিদের নিরুৎসাহিত করছে।
গত ২১ জানুয়ারি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, রাশিয়া, ইরান, থাইল্যান্ড, ব্রাজিল, কুয়েত, সোমালিয়া, নাইজেরিয়া, ইয়েমেন, ইরাকসহ মোট ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে দাবি করেছিল, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণসাহায্য (পাবলিক চার্জ) অত্যধিক হারে নিয়ে থাকেন, তাদের দেশের ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হবে। নতুন অভিবাসীরা যাতে মার্কিন জনগণের সম্পদে বোঝা না হন, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
একইসঙ্গে, মার্কিন পররাষ্ট্র দপ্তর তার কনস্যুলার কর্মকর্তাদের ‘পাবলিক চার্জ’ বিধি কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দেয়। এই বিধি অনুসারে, ভিসার জন্য আবেদনকারী ব্যক্তি যুক্তরাষ্ট্রে নিজ খরচে জীবনযাপন করতে সক্ষম কি না, তা যাচাই করা হয়।
ট্রাম্প প্রশাসন গত নভেম্বর থেকেই সকল দূতাবাসকে এই বিধি কঠোরভাবে মানতে নির্দেশ দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র অভিবাসন নীতি কঠোর করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে, যার ধারাবাহিকতায় এই ব্যাপক ভিসা স্থগিতাদেশ জারি করা হয়।
আন্তর্জাতিক: কলকাতার গুদামে অগ্নিকাণ্ড, ২১টি দেহাংশ উদ্ধার
আন্তর্জাতিক: বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া করছে ভারত-রাশিয়া