যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ওয়াশিংটনের কেনেডি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন ট্রাম্প। এমনটাই জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
জানা গেছে, পরমাণু কর্মসূচি এবং সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করার শর্তে দেশটির সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন তিনি।
মার্কিন যুদ্ধ জাহাজের বিষয়টি উল্লেখ করে ট্রাম্প বলেন, বর্তমানে খুব বড় ও শক্তিশালী মার্কিন যুদ্ধজাহাজ ইরানের দিকে অগ্রসর হচ্ছে। তবে সেগুলো ব্যবহার করতে না হলে ভালোই হয়।
এদিকে, সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রসাশন সামরিক হামলার বিকল্প বিষয়গুলো নিয়ে চিন্তা করছে। এর মধ্যে ইরানের ভেতরে নির্দিষ্ট স্থাপনায় হামলা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ক্ষমতা দুর্বল করার মতো পদক্ষেপও থাকতে পারে।
উল্লেখ্য, ইরানে গত মাসের শেষ দিকে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। যা কঠোরভাবে দমন করে দেশটির সরকার। ওই সময় থেকেই বিক্ষোভকারীদের হত্যার অজুহাতে ইরানে হামলার হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে সামরিক প্রস্তুতির অংশ হিসেবে বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন ও অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান আরব সাগরে মোতায়েন করে দেশটি। মার্কিন সেনাদের রক্ষায় অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
আন্তর্জাতিক: কলকাতার গুদামে অগ্নিকাণ্ড, ২১টি দেহাংশ উদ্ধার