image

ইউক্রেনে যুদ্ধবিরতিতে রাজি পুতিন, জানালেন ট্রাম্প

বিদেশী সংবাদ মাধ্যম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আংশিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। এর ফলে ইউক্রেইনের শহরগুলোতে এক সপ্তাহের জন্য সব হামলা বন্ধ হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, তিনি ইউক্রেইনের রাজধানী কিইভ এবং অন্যান্য আরও শহরে এক সপ্তাহের জন্য হামলা না চালাতে পুতিনকে অনুরোধ করেছেন। আর পুতিনও তার অনুরোধে রাজি হয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম টেলিগ্রাফ লিখেছে, ইউক্রেইনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া টানা বোমা হামলা চালিয়ে আসছে। এর প্রভাবে দেশটির লাখ লাখ মানুষ বিদ্যুৎ না থাকায় শীতের মধ্যে তীব্র ভোগান্তিতে পড়েছেন, যেখানে তাপমাত্রা শূন্য ডিগ্রির অনেক নিচে নেমে গেছে।

ট্রাম্প বলেন, “ওরা এমন ঠান্ডা আগে কখনো দেখেনি। পুতিনের হামলা বন্ধ করা ‘খুবই ভালো’ একটি সিদ্ধান্ত।” তবে হামলা বন্ধের কোনো আনুষ্ঠানিক প্রতিশ্রুতি এখনো রাশিয়ার পক্ষ থেকে আসেনি। কিন্তু বৃহস্পতিবার দিনের শুরু থেকেই আংশিক যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনার খবর এসেছে রুশ সামরিক বাহিনীর ঘনিষ্ঠ ব্লগারদের মাধ্যমে।

বিশিষ্ট এক রুশ সামরিক ব্লগার ভ্লাদিমির রোমানভ জানিয়েছেন, “বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ইউক্রেইনজুড়ে যে কোনও অবকাঠামোয় গোলাগুলি বা হামলা চালানোর ওপর রাশিয়ার সশস্ত্র বাহিনীর নিষেধাজ্ঞা জারির খবর আমরা পাচ্ছি। একইরকম নিষেধাজ্ঞা জারি রয়েছে রাজধানী কিইভ এবং ওই অঞ্চলের যে কোনও স্থাপনার ক্ষেত্রেও।” অন্যদিকে, ইউক্রেইনের সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও জানানো হয়েছে, রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা না চালানোর জন্য তাদের কাছেও নির্দেশনা এসেছে।

রুশ প্রেসিডেন্ট পুতিন এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে চুক্তি করলেও পরে তা মানেননি। এবার পুতিনকে হামলা বন্ধের অনুরোধ ট্রাম্প কোথায় এবং কখন করেছেন সে বিষয়ে খোলাসা করে কিছু বলেননি। এ ধরনের একটি চুক্তি করা নিয়ে আলোচনা করার কথা আবুধাবিতে এই সপ্তাহান্তেই। দুই পক্ষের মধ্যে সামগ্রিক শান্তিচুক্তি নিয়ে আলোচনা নতুন করে শুরু হওয়ার কথা রোববার, যে চুক্তি পুতিনের আরও এলাকা দখলের দাবিতে অনড় থাকার কারণে এখনও আটকে আছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি