image

অস্থায়ী কর্মী ভিসা দ্বিগুণ করছে যুক্তরাষ্ট্র

বিদেশী সংবাদ মাধ্যম

অভ্যন্তরীণ বিভিন্ন খাতে ব্যাপক কর্মী-সংকট দেখা দেওয়ায় অতিরিক্ত ৬৫ হাজার এইচ-২বি অস্থায়ী কর্মীভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রদান করা হবে এসব ভিসা।

ভবন ও স্থাপনা নির্মাণ, হোটেল-পর্যটন, নগরের সৌন্দর্যবর্ধন, সামুদ্রিক খাবার প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতে শ্রমঘাটতি পূরণের জন্য প্রতি বছর ৬৬ হাজার অস্থায়ী এইচ-২বি ভিসা ইস্যু করে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার। এবার তার সঙ্গে যোগ হলো অতিরিক্ত আরও ৬৫ হাজার ভিসা। অর্থাৎ চলতি ২০২৬ সালে বিগত বছর গুলোর তুলনায় প্রায় দ্বিগুণ সংখ্যক অর্থাৎ ১ লাখ ৩১ হাজার অস্থায়ী ভিসা ছাড়ছে ফেডারেল সরকার। মার্কিন রাজনীতি বিশ্লেষকদের মতে, অস্থায়ী কর্মী ভিসা দ্বিগুণ করার প্রধান কারণ যুক্তরাষ্ট্রে চলমান অবৈধ অভিবাসনবিরোধী অভিযান। ২০২৫ জানুয়ারি ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পরপরই যুক্তরাষ্ট্র থেকে নথিবিহীন অবৈধ অভিবাসীদের বিতাড়ন সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বিলে স্বাক্ষর করার পর দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার ও তাদের দেশে ফেরত পাঠানোর অভিযান শুরু করে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত এক বছরে হাজার হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার। ফলে দেশটির কায়িক শ্রমভিত্তিক খাতগুলোতে কর্মী সংকট বিগত বছরগুলোর তুলনায় তীব্র আকার নিয়েছে।

এই সংকট কাটাতেই ভিসার সংখ্যা দ্বিগুণ করছে যুক্তরাষ্ট্র।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি