ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসন ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সাধারণ ক্ষমা আইন ঘোষণার উদ্যোগ নিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। গতকাল শুক্রবার স্থানীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি জানান, ১৯৯৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত বা এর শিকার ব্যক্তিরা এই সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পাবেন।
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী আটক হওয়ার পর রদ্রিগেজ সরকারের নেওয়া সংস্কারমূলক পদক্ষেপগুলোর মধ্যে এটিকে সবচেয়ে বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
ভাষণে তিনি বলেন, রাজনৈতিক সংঘাত ও চরমপন্থা সমাজে গভীর ক্ষত তৈরি করেছে, যা নিরাময় করতেই এই আইন প্রণয়নের উদ্যোগ।
তিনি ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলিকে দ্রুত বিলটি পাসের আহ্বান জানান।
সাধারণ ক্ষমার পাশাপাশি তিনি কারাকাসের কুখ্যাত ‘এল হেলিকয়েড’ কারাগার বন্ধের ঘোষণা দেন। দীর্ঘদিন ধরে নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আলোচিত এই কারাগারটিকে ধ্বংস না করে ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি।
মানবাধিকার সংস্থা ফোরো পেনাল জানিয়েছে, বর্তমানে ভেনেজুয়েলার বিভিন্ন কারাগারে ৭১১ জন রাজনৈতিক বন্দি রয়েছেন। মাদুরো নিখোঁজ হওয়ার পর রদ্রিগেজ সরকার ইতোমধ্যে ৩০২ জন বন্দিকে মুক্তি দিয়েছে।
সংস্থাটির সভাপতি আলফ্রেডো রোমেরো উদ্যোগটিকে স্বাগত জানালেও সতর্ক করে বলেছেন, সাধারণ ক্ষমা যেন কোনোভাবেই অপরাধীদের দায়মুক্তির ঢাল না হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি: রিয়েলমি পি৪ পাওয়ারের সঙ্গে শুরু হলো ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির যুগ
বিজ্ঞান ও প্রযুক্তি: ক্যারিবি ও পিকাবোর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
বিজ্ঞান ও প্রযুক্তি: যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত
আন্তর্জাতিক: অস্থায়ী কর্মী ভিসা দ্বিগুণ করছে যুক্তরাষ্ট্র