image

ইকুয়েডরে কারা-দাঙ্গা : নিহত ৬২

সংবাদ অনলাইন ডেস্ক

ইকুয়েডরের তিনটি কারাগারে সোমবার রাতে ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরা।

কারাগারে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যকার বিরোধের কারণেই গায়াকুইল, কুয়েঙ্কা ও লাতাকুঙ্গা শহরের তিন কারাগারে এ দাঙ্গার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বন্দুক ও ছুরি হামলায় বন্দিরা নিহত হয়েছে।

ইকুয়েডরের জেল কর্তৃপক্ষের পরিচালক এডমন্ডো মনকায়ো জানান, অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিতে কারাগারের ভেতর দুইটি গ্রুপ সচেষ্ট ছিল। তাদের মধ্যকার সংঘর্ষে অন্তত ৬২ জন নিহত হয়েছে।

তিনি জানান, পরে ৮০০ বাড়তি পুলিশ কর্মকর্তাকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় কর্তৃপক্ষ।

ইকুয়েডরের কারাগারগুলোতে প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যকার বিবাদ ও কারাগারে দাঙ্গার ঘটনা নতুন নয়। দেশটিতে মাঝেমধ্যেই এ ধরনের ঘটনা ঘটে থাকে।

সূত্র : আল জাজিরা

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি