image

কিশোরদের জন্যে ফাইজারের টিকার ছাড়পত্র দিল কানাডা

বৃহস্পতিবার, ০৬ মে ২০২১
সংবাদ অনলাইন ডেস্ক

কানাডা ১২ থেকে ১৫ বছর বয়সের শিশুদের ব্যবহারের জন্য ফাইজারের টিকার অনুমোদন দেয়া হয়েছে। বুধবার ফেডারেল স্বাস্থ্য মন্ত্রনালয় একথা জানিয়েছে। মার্কিন ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন একই ধরনের পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা।

কানাডার ফেডারাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র উপদেষ্টা সুপ্রিয়া শর্মা বলেছেন, জার্মান সংস্থা বায়োএনটেকের সঙ্গে মিলিত হয়ে ফাইজারের টিকা উৎপাদিত হয়েছে। যা অল্প বয়সীদের ক্ষেত্রে নিরাপদ ও কার্যকর। আমার অবশেষে আশার আলো দেখতে পাচ্ছি।

স্বাস্থ্যমন্ত্রণালয় আরও জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকা পিএলসির কোভিড-১৯ টিকা গ্রহণের পরে রক্ত জমাট বেঁধে কানাডায় তৃতীয় মৃত্যুর খবর সামনে এসেছে। মৃত ওই ব্যাক্তির বয়স ৬০ এর উপরে। তিনি আটলান্টিক প্রদেশ নিউ ব্রান্সউইক শহরে থাকতেন।

নিউ ব্রান্সউইকের প্রধান মেডিকেল অফিসার জেনিফার রাসেল বলেছেন, ওই প্রদেশটি অ্যাস্ট্রাজেনেকা টিকার ব্যবহার চলছে। মঙ্গলবার রক্ত জমাট বাঁধার কারণে মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ২৭ এপ্রিল কুইবেক প্রদেশে একজনের মৃত্যু হয়েছিল।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» পারমাণবিক সাবমেরিন থেকে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের

সম্প্রতি