ভারতে করোনা সংক্রমণ কমেছে। গত ২৪ ঘণ্টায় ৮০ হাজার ৮৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত দুই মাসের মধ্যে সর্বনিন্ম।
রোববার (১৩ জুন) সকালে হিন্দুস্তান টাইমস এর খবরে এ তথ্য জানানো হয়েছে।
ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৩০৩ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখ ৭০ হাজারের বেশি মানুষ মারা গেছেন।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৯৪ লাখ ২৪ হাজার ৬ জন। তবে সুস্থ হয়েছেন ২ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৪৪ জন।
মোট করোনা সংক্রমণ এবং মৃত্যুর হিসেবে মহারাষ্ট্রের পরিস্থিতিই সবচেয়ে উদ্বেগজনক। এখন পর্যন্ত সেখানে ৫৮ লাখ ৯৮ হাজার ৫৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৬৯৭ জন। মারা গেছেন ১ হাজার ৯৬৬ জন।
বিজ্ঞান ও প্রযুক্তি: ডিজিটাল ও জনপরিসরকে সমুন্নত রাখার আহবান
বিজ্ঞান ও প্রযুক্তি: ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১টি গোল্ড মেডেলসহ ১১টি পদক অর্জন করল বাংলাদেশ
বিজ্ঞান ও প্রযুক্তি: ডিস্ট্রিবিউশন চ্যানেলের ১৬ হাজারের বেশি কর্মীকে প্রশিক্ষণ দিলো বিকাশ
সারাদেশ: পঞ্চগড়ে বড় দিন উদযাপিত