image

আরব আমিরাতে বহুতল ভবনে আগুন

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
সংবাদ অনলাইন রিপোর্ট

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের নির্মাণাধীন একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালের দিকে শারজাহর আল তাউন এলাকার একটি ভবনে এই আগুন ছড়িয়ে পড়ে। তবে এতে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটির দৈনিক খালিজ টাইমস বলছে, শারজাহর নির্মাণাধীন একটি ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। শারহাজ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শারজাহ এক্সপোর পেছনে নির্মাণাধীন বহুতল ওই ভবনের ওপরের তলায় আগুন ও কালো ধোঁয়া দেখা যায়। ভবনের নির্মাণ শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

শারজাহ সিভিল ডিফেন্স বিভাগের অপারেশন রুমে ওই ভবনে আগুন লাগার খবর আসে সকাল ৬টা ৫৫ মিনিটে। ওই সময় টেলিফোনে জানানো হয়, একটি নির্মাণাধীন আবাসিক টাওয়ারে আগুন লেগেছে। পরে সামন্যান এবং মিনা কেন্দ্র থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের শারজাহর ওই এলাকায় মোতায়েন করা হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় কোনও হতাহত হয়নি বলে জানিয়েছে শারজাহ পুলিশ।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি