সাইপ্রাসে করোনার অতি সংক্রামক ডেলটা ও অমিক্রনের সংমিশ্রণের নতুন মিশ্র ধরন শনাক্ত হয়েছে। নতুন এই ধরনের নাম দেওয়া হয়েছে ‘ডেলটাক্রন’ ইউনিভার্সিটি অব সাইপ্রাসের বায়োলজিক্যাল সায়েন্সেসের অধ্যাপক লিওনডিওস কসট্রিকিস গত শুক্রবার সিগমা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ডেলটাক্রন নামের করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার কথা জানান।
লিওনডিওস বলেন, ডেলটার জিনোমের মধ্যে অমিক্রনের মতো জেনেটিক বিষয় শনাক্ত হওয়ায় করোনার নতুন ধরনের নাম ‘ডেলটাক্রন’রাখা হয়েছে।
ডেলটাক্রনে সংক্রমিত হয়েছেন এমন ২৫ জন রোগী শনাক্ত করেছেন লিওনডিওস ও তাঁর দল। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, হাসপাতালে ভর্তি হতে হয়নি, এমন রোগীদের তুলনায় যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁদের মধ্যে ডেলটাক্রনে সংক্রমিত হওয়ার হার বেশি।
অধ্যাপক লিওনডিওস বলেন, আমরা ভবিষ্যতে দেখব যে এই ধরনটি আরও ভয়ংকর বা আরও সংক্রামক কি না। আমরা দেখব যে এটি ডেলটা ও অমিক্রনকে ছাড়িয়ে যেতে পারবে কি না।
অন্যদিকে, করোনার অতি সংক্রামক অমিক্রন ধরন প্রথম শনাক্ত হয় আফ্রিকায়।সারা বিশ্বে অতি দ্রুত অমিক্রন ছড়িয়ে পড়ছে। করোনার আর কোনো ধরনকে এত দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়তে দেখা যায়নি।
শোক ও স্মরন: সাংবাদিক প্রশান্ত ঘোষাল মারা গেছেন
অপরাধ ও দুর্নীতি: অভিনেত্রী ঊর্মিলাসহ তিনজনের সম্পদের হিসাব চায় দুদক
অপরাধ ও দুর্নীতি: স্ত্রী-সন্তানসহ আছাদুজ্জামান মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ
নগর-মহানগর: আহনাফের মৃত্যুর বিচারটা কইরেন: আদালতকে মা