image

এবার ডেলটা-অমিক্রনের মিশ্রণ ‘ডেলটাক্রন’শনাক্ত

সোমবার, ১০ জানুয়ারী ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

সাইপ্রাসে করোনার অতি সংক্রামক ডেলটা ও অমিক্রনের সংমিশ্রণের নতুন মিশ্র ধরন শনাক্ত হয়েছে। নতুন এই ধরনের নাম দেওয়া হয়েছে ‘ডেলটাক্রন’ ইউনিভার্সিটি অব সাইপ্রাসের বায়োলজিক্যাল সায়েন্সেসের অধ্যাপক লিওনডিওস কসট্রিকিস গত শুক্রবার সিগমা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ডেলটাক্রন নামের করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার কথা জানান।

লিওনডিওস বলেন, ডেলটার জিনোমের মধ্যে অমিক্রনের মতো জেনেটিক বিষয় শনাক্ত হওয়ায় করোনার নতুন ধরনের নাম ‘ডেলটাক্রন’রাখা হয়েছে।

ডেলটাক্রনে সংক্রমিত হয়েছেন এমন ২৫ জন রোগী শনাক্ত করেছেন লিওনডিওস ও তাঁর দল। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, হাসপাতালে ভর্তি হতে হয়নি, এমন রোগীদের তুলনায় যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁদের মধ্যে ডেলটাক্রনে সংক্রমিত হওয়ার হার বেশি।

অধ্যাপক লিওনডিওস বলেন, আমরা ভবিষ্যতে দেখব যে এই ধরনটি আরও ভয়ংকর বা আরও সংক্রামক কি না। আমরা দেখব যে এটি ডেলটা ও অমিক্রনকে ছাড়িয়ে যেতে পারবে কি না।

অন্যদিকে, করোনার অতি সংক্রামক অমিক্রন ধরন প্রথম শনাক্ত হয় আফ্রিকায়।সারা বিশ্বে অতি দ্রুত অমিক্রন ছড়িয়ে পড়ছে। করোনার আর কোনো ধরনকে এত দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়তে দেখা যায়নি।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» পারমাণবিক সাবমেরিন থেকে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের

সম্প্রতি