image

গোঁফ ছাঁটতে অস্বীকৃতি, কনস্টেবল বরখাস্ত

সোমবার, ১০ জানুয়ারী ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

ভারতের মধ্যপ্রদেশে গোঁফ ছাঁটতে অস্বীকৃতি জানানোয় এক পুলিশ কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত পুলিশ কনস্টেবলের নাম রাকেশ রানা। তিনি রাজ্য পুলিশের পরিবহন শাখায় গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন ।এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সংবাদমাধ্যমগুলো বলছে, গোঁফ ও চুল ছাঁটতে সম্প্রতি রাকেশ রানাকে নির্দেশ দেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। কিন্তু সেই নির্দেশ তিনি পালন করেননি এবং তিনি অস্বীকৃতি জানায় । কর্তৃপক্ষের নির্দেশ পালন না করায় রানাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করে অফিস আদেশ জারি করা হয়।

পুলিশের সহকারী মহাপরিদর্শক প্রশান্ত শর্মা বলেছেন, রানাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কারণ, তিনি তাঁর মুখশ্রীর ব্যাপারে একজন জ্যেষ্ঠ কর্মকর্তার আদেশ অনুসরণ করেননি।

শর্মা বলেন, যখন রানার মুখশ্রী পরীক্ষা করা হয়, তখন লম্বা চুল ও গোঁফ পাওয়া যায়। লম্বা চুল ও গোঁফে তাঁর মুখশ্রী বিশ্রী দেখাচ্ছিল। তাই তাঁকে তা ছাঁটতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি এই নির্দেশ পালন করেননি।

তবে, এই নির্দেশকে আত্মসম্মানের বিষয় উল্লেখ করে রানা তার গোঁফ কাটতে অস্বীকার করেন। তিনি বলেন, আমি একজন রাজপুত্র এবং আমার গোঁফ আমার গর্ব।

রানার দাবি, তিনি সব সময় তার ইউনিফর্মের সঠিকতা নিশ্চিত করে এসেছেন। তবে সাময়িকভাবে বহিষ্কার হওয়া সত্ত্বেও তিনি গোঁফের বিষয়ে আপস করবেন না। অনেকটা সময় ধরে তার গোঁফ রেখেছেন বলেও জানান তিনি।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» বেশিরভাগ অভিবাসীকেই ‘অবৈধ’ মনে করেন ইউরোপীয়রা

» গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনিশ্চিত ভবিষ্যৎ, টিকে থাকা নিয়ে সংশয়

সম্প্রতি