image

ওমিক্রনের টিকা তৈরি হবে মার্চে: ফাইজার

বুধবার, ১২ জানুয়ারী ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

বিশ্বজুড়ে বাড়ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে শনাক্তের সংখ্যা। এরই মধ্যে ১০০টির বেশি দেশে ছড়িয়েছে ওমিক্রন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এ অবস্থায় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির প্রতিষ্ঠান বায়োএনটেক ওমিক্রনের টিকা তৈরির ঘোষণা দিয়েছে।

ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা বলেছেন, করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের টিকা আগামী মার্চে প্রস্তুত হবে। বিশ্বের বিভিন্ন দেশের সরকার এ টিকা নিতে আগ্রহ দেখিয়েছি। টিকা তৈরির কাজ চলছে।

সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে টিকার কার্যকারিতার বিষয়ে তিনি বলেন, করোনার বর্তমান টিকার যে দুই ডোজ এবং বুস্টার ডোজ ওমিক্রনে গুরুতর অসুস্থ হওয়ার ক্ষেত্রে ভালো সুরক্ষা দিয়ে থাকে।

একই বিষয়ে বায়োএনটেকের সিইও স্টিফানে ব্যানসেল বলেন, ওমিক্রনের বিষয়টি বিবেচনা করে তারা একটি বুস্টার ডোজ তৈরির কাজ করছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি