সম্রাট শাহজাহানের গড়া ভালোবাসার অমর কীর্তি তাজমহল নিয়ে কৌতূহলের শেষ নেই মানুষের। সম্প্রতি তাজমহলের ‘রহস্যময়’ ২২টি তালাবদ্ধ কক্ষ নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। বন্ধ কক্ষের মধ্যে কি আছে জানার জন্য বিজেপির এক রাজনীতিবিদ আদালতে আবেদন করেন।
এলাহাবাদ হাইকোর্ট আজ তাজমহলের ‘ইতিহাস’ নিয়ে তদন্তের আবেদন খারিজ করে দিয়েছে। আদালত সেই আবেদনটি খারিজ করে দিয়েছে। সত্য, যাই হোক না কেন বন্ধ দরজা বন্ধই থাকবে বলে নির্দেশ দেন আদালত।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে আদালতের উদ্বৃতি দিয়ে বলা হয়, ইস্যুগুলি আদালতের বাইরে রয়েছে। এগুলো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে করা উচিত এবং ঐতিহাসিক জিনিস ইতিহাসবিদদের হাতেই ছেড়ে দেওয়া উচিত।
এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্ণৌ বেঞ্চের সামনে বিজেপির যুব মিডিয়া ইনচার্জ রজনীশ সিং তাজমহলের ২২টি বন্ধ দরজা তদন্ত করে হিন্দু দেবদেবীর মূর্তি আছে কিনা দেখার জন্য ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের নির্দেশনা চেয়ে এই আবেদনটি দাখিল করেছিলেন।
আবেদনে তিনি বলেছিলেন, তাজমহল সম্পর্কে মিথ্যা ইতিহাস শেখানো হচ্ছে এবং তাই সত্য নিশ্চিত করার জন্য দরজা খোলা উচিত।
আদালত বলেছে, এই ধরনের বিতর্ক আইন-আদালতের জন্য নয়, ড্রয়িংরুমের জন্য। মুঘল আমলের এই স্মৃতিস্তম্ভটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা সুরক্ষিত।
তাজমহলটি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের সমাধি হিসেবে নির্মাণ করেছিলেন। মার্বেল পাথরের এই তাজমহলের নির্মাণ ১৬৩২ সাল থেকে শুরু হয়ে ১৬৫৩ সালে শেষ হয়। দীর্ঘ ২২ বছরে তৈরি স্থাপত্যের এই নিদর্শনটিকে ১৯৮২ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে।
সারাদেশ: খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ
বিজ্ঞান ও প্রযুক্তি: ‘সিইও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করলো বাংলালিংকের প্রধান নির্বাহী