স্পেস এক্স ও টেসলারের প্রধান নির্বাহী এলন মাস্কের বিরুদ্ধে যৌন হেনস্থার গুরুতর অভিযোগ এনেছেন এক বিমান সেবিকা। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ওই অভিযোগ অস্বীকার করেছেন মাস্ক। বৃহস্পতিবার (১৯ মে) রাতে এক টুইটে তিনি বলেন, এটা ‘একেবারেই অসত্য।’
অভিযোগকারী ওই তরুণীর দাবি, ঘটনাটি ঘটেছিল ২০১৬ সালে। শুক্রবার হিন্দুস্তান টাইমস-এর খবরে বলা হয়, এ ঘটনা নিয়ে আরও এক চাঞ্চল্যকর দাবি উঠেছে।
নতুন এক প্রতিবেদনে বলা হচ্ছে, এলন মাস্কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে যাতে তরুণী সরব না হন, সে জন্য মাস্কের সংস্থা স্পেস এক্সের তরফে ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার দিয়ে মুখ বন্ধ রাখতে বলা হয়।
জানা গেছে ২০১৮ সালে ওই তরুণীকে অর্থ প্রদানের টোপ দেয়া হয়। সে সময়ই স্পেস এক্সের থেকে ২ লাখ ৫০ হাজার টাকা তরুণীকে পাঠিয়েও দেয়া হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে।
স্পেস এক্সের কর্পোরেট জেট-এ কর্মরত ছিলেন ওই তরুণী। তার অভিযোগ, এলন মাস্ক তার সঙ্গে যৌন অভব্যতা করতে থাকেন। পায়ে হাত বুলিয়ে তাকে ‘উত্তেজক মোবাইলবার্তা’ করা হচ্ছিল বলেও জানানো হয়।
সংবাদমাধ্যম বিজনেজ ইনসাইডারের খবরে বলা হয়, তরুণীর অভিযোগ, উত্তেজক মোবাইলবার্তা চালাচালির বিনিময়ে মাস্ক তাকে একটি ঘোড়া কিনে দেবেন বলে জানিয়েছিলেন।
শোক ও স্মরন: সাংবাদিক প্রশান্ত ঘোষাল মারা গেছেন
অপরাধ ও দুর্নীতি: অভিনেত্রী ঊর্মিলাসহ তিনজনের সম্পদের হিসাব চায় দুদক
অপরাধ ও দুর্নীতি: স্ত্রী-সন্তানসহ আছাদুজ্জামান মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ
নগর-মহানগর: আহনাফের মৃত্যুর বিচারটা কইরেন: আদালতকে মা