সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২১ জুন ২০২২

ইসরায়েলে ভেঙে দেওয়া হচ্ছে পার্লামেন্ট, নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লাপিদ

ইসরায়েলে ভেঙে দেওয়া হচ্ছে পার্লামেন্ট, নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লাপিদ

মঙ্গলবার, ২১ জুন ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

পার্লামেন্ট ভেঙে দিতে বিল আনছে ইসরায়েলের জোট সরকার। আগামী সপ্তাহেই বিলটি আনা হবে বলে সরকারের একজন সদস্য জানিয়েছেন। যদি বিলটি পাস হয় তবে ফের ভোট হবে ইসরাইলে। আর তা হবে তিন বছরের মধ্যে পঞ্চম নির্বাচন।

এক বিবৃতিতে জোটের দুই শীর্ষস্থানীয় শরিক নেতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ জোটকে স্থিতিশীল করার সবরকম প্রচেষ্টা চালিয়েছেন। কিন্তু তারপরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। তাই পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য আগামী সপ্তাহে একটি বিল পেশ করার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (২১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বার্তাসংস্থাটি জানিয়েছে, প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তার ক্ষমতাসীন ভঙ্গুর ক্ষমতাসীন জোটের ওপর ক্রমবর্ধমান চাপ নিয়ন্ত্রণ করতে না পারার পর ইসরায়েলি আইনপ্রণেতারা আগামী সপ্তাহে পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য ভোটাভুটিতে অংশ নেবেন। আর এতে করেই গত তিন বছরের মধ্যে ইসরায়েলে পঞ্চম নির্বাচনের পথ খুলে যেতে পারে।

রয়টার্স বলছে, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসান ঘটিয়ে ১২ মাস আগে ক্ষমতায় এসেছিলেন নাফতালি বেনেট। তবে বিরোদীদের অদ্ভূত জোটে ফাটলের পর এখন নাফতালি বেনেট সরে দাঁড়াবেন এবং প্রধানমন্ত্রীর পদে তার স্থলাভিষিক্ত হবেন ইয়ার লাপিদ।

ইসরায়েলের ক্ষমতাসীন জোটে থাকা সবগুলো দলের মধ্যে সবচেয়ে বড় দলের প্রধান সাবেক সাংবাদিক ইয়ার লাপিদ নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত ইহুদি এই দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে নাফতালি বেনেট বলেছেন, ‘আজ আমরা আপনাদের সামনে কঠিন এক মুহূর্তে দাঁড়িয়ে আছি। তবে সমঝোতার সাথে আমরা ইসরায়েলের জন্য সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’

বেনেটের মুখপাত্র জানিয়েছেন, আগামী সপ্তাহে ইসরায়েলের পার্লামেন্টে একটি ভোট অনুষ্ঠিত হবে। আর এরপরই ইয়ার লাপিদ প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করবেন।

ইসরায়েলের ক্ষমতাসীন জোটের মধ্যপন্থী দলের প্রধান ও দেশটির বর্তমান প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ বলেছেন, ‘আমি মনে করি সরকার গত এক বছরে খুব ভালো কাজ করেছে। এটা লজ্জাজনক যে দেশে (অল্প সময়ের মধ্যে) আবারও একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘তবে আমরা যতটা সম্ভব একটি অস্থায়ী সরকার হিসাবে কাজ চালিয়ে যাব।’

রয়টার্স বলছে, ইসরায়েলে আগামী নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, আগামী অক্টোবরে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

এদিকে ইসরায়েলের হবু প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বলেছেন, ইসরায়েল বর্তমানে যেসব সমস্যার মুখোমুখি হয়েছে সেগুলো সমাধানের তিনি নতুন নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবেন না।

তার ভাষায়, ‘আমাদের জীবনযাত্রার ব্যয় মোকাবিলা করতে হবে, ইরান, হামাস এবং হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাতে হবে এবং ইসরায়েলকে একটি অগণতান্ত্রিক দেশে পরিণত করার হুমকির বিরুদ্ধে দাঁড়াতে হবে।’

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» পাকিস্তানকে আরও ১২০ কোটি ডলার ঋণ দিল আইএমএফ

» মদ বিক্রি শুরু করলো সৌদি আরব

» ছড়িয়ে পড়ছে থাইল্যান্ড-কম্বোডিয়ার সংঘর্ষ, বাড়ছে হতাহতের সংখ্যা

» ভারতের বৃহত্তম এয়ারলাইনে যেভাবে ধস নামলো

» গাজা হামলার ভিডিও দেখিয়ে ইসরায়েলের অস্ত্রমেলা

» সৌদি আরবে নজরকাড়া ‘ব্লু হোলস’

» ভেস্তে যাচ্ছে ট্রাম্পের শান্তি পরিকল্পনা, কম্বোডিয়ায় বিমান হামলা থাইল্যান্ডের

» দুটি সমস্যা সমাধান হলেই ইউক্রেন যুদ্ধ শেষের চুক্তি

» ইমরান খান সম্পর্কে সামরিক বাহিনীর অভিযোগ হাস্যকর : পিটিআই

» ব্রোঞ্জ যুগের শহরের সন্ধান

» ইউক্রেনে আবারও বড় আকারে বিমান হামলা শুরু রাশিয়ার

» ইসরায়েলকে সরতে বলল কাতার-মিসর-তুরস্ক ও সৌদি

» পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

» ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’, ‘আত্মকেন্দ্রিক’ বললো পাকিস্তানের সেনাবাহিনী

» কেউ আমাদের থামাতে পারবে না: বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর হুমায়ূন

» ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ৯ সদস্যকে হত্যার দাবি পাকিস্তান নিরাপত্তা বাহিনীর, অভিনন্দন শাহবাজের

» ইউক্রেনজুড়ে বিদ্যুৎ ও পরিবহন খাতে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

» তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১

» ট্রাম্পের হস্তক্ষেপেও থামেনি কঙ্গো-রুয়ান্ডা লড়াই

» খাইবার পাখতুনখাওয়ায় ভারত–সমর্থিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ৯ সন্ত্রাসী নিহত: আইএসপিআর