ভারতের বিহার রাজ্যে আস্টম বারের মত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নীতীশ কুমার। তার নয়া সরকারকে ২৪ আগস্ট আস্থাভোটের মুখোমুখি হতে হবে। শোনা যাচ্ছে, আগামী ১৬ আগস্ট বিহারে নতুন মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে।
বিহারের ২৪৩ আসনবিশিষ্ট বিধানসভায় নীতীশের জেডি (ইউ) এর বিধায়ক সংখ্যা ৪৫। তার শরীক কংগ্রেসের ১৯, সিপিআইএমএল লিবারেশনের ১২, আর সিপিআই এবং সিপিএম উভয় দলেরই দু’জন করে। নীতীশের এখনকার বড় শরিক আরজেডির বিধায়ক ৭৯ জন।
আর হিন্দুস্তান আওয়াম মোর্চার চার জন বিধায়ক রয়েছেন। নির্দল বিধায়ক রয়েছেন এক জন।
আর নীতীশের আগের জোটসঙ্গী বিজেপির বিধায়ক সংখ্যা ৭৭। বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ তুলে মোদির দলের সঙ্গ ছাড়েন নীতীশ।
অষ্টমবারের জন্য বুধবারই বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করেছেন জেডি (ইউ) প্রধান নীতীশ কুমার। উপ-মুখ্যমন্ত্রী হয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদব, যিনি সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রাসাদ যাদবের ছেলে।
নীতীশের দল আগে আরজেডি-কংগ্রেস-বামেদের সাথে মহাজোটে শরীক ছিলো। তবে ২০১৭ সালের জুলাইয়ে তেজস্বী যাদবের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে সেই জোট ছেড়েছিলেন নীতীশ। সেই সময়ও নীতীশ ছিলেন মুখ্যমন্ত্রী আর তেজস্বী উপ-মুখ্যমন্ত্রী। পরে বিজেপির সঙ্গে জোট করেছিলেন নীতীশ। যা গত সপ্তাহে ভেঙে গেছে।
সারাদেশ: যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা