সালমান রুশদিকে হামলার ঘটনার নিন্দায় সরব হয়ে প্রাণনাশের হুমকি পেলেন হ্যারি পটার স্রষ্টা জে কে রাওলিং। টুইটারে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সালমান রুশদির ঘটনার নিন্দা জানিয়ে টুইট করেছিলেন জে কে রাওলিং। তারপর একজন টুইটার ব্যবহারকারী তাকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ উঠে। টুইটারে রুশদির ঘটনায় রাওলিং লেখেন, এই ঘটনায় তিনি খুবই অসুস্থ বোধ করছেন। একই সঙ্গে রুশদির আরোগ্য কামনা করেন। তিনি লেখেন, ‘আশা করছি উনি ঠিক আছেন।’
রাওলিংয়ের এই টুইটের জবাবে একজন ব্যবহারকারী লিখেন, ‘চিন্তা করবেন না। পরবর্তী লক্ষ্য আপনি।’
যে টুইটার থেকে রাউলিংকে খুনের হুমকি দেওয়া হয়েছে, সেখানে রুশদির হামলাকারী হাদি মাতারের প্রশংসাও করা হয়েছে।
এনডিটিভি জানায়, শরীরে গুরুতর আঘাত নিয়ে সালমান রুশদি হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার নিউইয়র্কে শিটোকোয়া ইনস্টিটিউটে সাহিত্যবিষয়ক একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে সালমান রুশদির ওপর হামলা হয়।
৭৫ বছর বয়সী সালমান রুশদির জন্ম ভারতের মুম্বাইয়ে। ১৪ বছর বয়সে তিনি যুক্তরাজ্যে যান। সেখানে পড়াশোনা শেষে লেখালেখি শুরু করেন। ‘মিডনাইট চিলড্রেন’ উপন্যাসের জন্য ১৯৮১ সালে বুকার পুরস্কার লাভ করেন। ১৯৮৮ সালে তাঁর চতুর্থ উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ প্রকাশিত হয়।
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার
বিজ্ঞান ও প্রযুক্তি: দেশের প্রথম ‘সার্টিফায়েড ব্রডকাস্ট টেকনোলজিস্ট’ সালাউদ্দিন সেলিম
আন্তর্জাতিক: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা
অর্থ-বাণিজ্য: চলছে দারাজ ১২.১২ গ্র্যান্ড ইয়ার এন্ড সেল
বিজ্ঞান ও প্রযুক্তি: কক্সবাজারে টিএমজিবির বার্ষিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত