image

ভারতের আপত্তির পরও চীনা ‘গোয়েন্দা’ জাহাজ নোঙরের অনুমতি দিলো শ্রীলঙ্কা

মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

নিরাপত্তা নিয়ে ভারতের আপত্তি থাকা সত্ত্বেও মঙ্গলবার সকালে শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে নোঙর করেছে চীনের জাহাজ ‘ইয়ুয়ান ওয়াং-৫’।নয়াদিল্লি মনে করছে, এই জাহাজের মাধ্যমে ভারতের সামরিক স্থাপনায় গুপ্তচরবৃত্তি করার উদ্দেশ্য থাকতে পারে বেইজিংয়ের।

আন্তর্জাতিক শিপিং এবং সমুদ্রপথ বিশ্লেষণ সাইটগুলো বলছে, চীনের ইউয়ান ওয়াং ৫ একটি গবেষণা এবং জরিপ জাহাজ। এটিকে দ্বৈত-ব্যবহারের গুপ্তচর জাহাজও বলছেন অনেক সংশ্লিষ্ট।শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে চীনের এ জাহাজের নোঙর করা নিয়ে গত কয়েক দিন আন্তর্জাতিক মহলে বেশ কথা হচ্ছিল।

মঙ্গলবার এ খবর জানায় ভারতীয় এক সংবাদমাধ্যম ।

শ্রীলঙ্কার বন্দরে এ জাহাজের নোঙর করা নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে এসেছে ভারত। সংশয় প্রকাশ করেছে আমেরিকাও। ভারত ও আমেরিকার উদ্বেগের জেরে চীনা জাহাজ প্রবেশের বিষয়ে দোটানায় ছিল দ্বীপরাষ্ট্রটি। সে কারণে প্রথমে এ জাহাজের প্রবেশে সম্মতি দেয়নি কলম্বো। কিন্তু পরে নিজেদের মত বদলায় তারা।

দ্বীপরাষ্ট্রে জাহাজ নোঙর করাতে শ্রীলঙ্কার সঙ্গে ঠিক কী আলোচনা হয়েছে? কী ভাবে রাজি হল কলম্বো? এ নিয়ে অবশ্য কোনো কথা বলেনি শি জিনপিংয়ের সরকার।

এই প্রসঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ইয়ুয়ান ওয়াং-৫ (চীনা জাহাজের নাম) জাহাজকে তাদের বন্দরে নোঙর করার ছাড়পত্র দিয়েছে শ্রীলঙ্কা।

তবে ভারতের তরফ থেকে জানানো হয়েছে, গোটা পরিস্থিতির উপর তারা নজর রাখছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি