image

লন্ডনে বঙ্গবন্ধুর ভাস্কর্যে অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা

সংবাদ অনলাইন রিপোর্ট

যুক্তরাজ্যের লন্ডনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।

বুধবার রাতে তিনি স্বপরিবারে এই শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, বহির্বিশ্বে জাতির পিতার এই ভাস্কর্য স্থাপন করে দেশি-বিদেশি মানুষের কাছে অমর হয়ে থাকবেন এর প্রতিষ্ঠাতাকারী আফছার খান সাদেক। এই ভাস্কর্যের মাধ্যমে বিদেশিরা বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে জানতে পারছেন।

এসময় অন্যান্যের মধ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মারুফ চৌধুরী, এম হাসান আহমেদ, ভাস্কর্যের প্রতিষ্ঠাতা সাবেক ছাত্রনেতা লন্ডন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আফছার খান সাদেক, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সায়াদ আহমদ সাদ, সহসভাপতি আব্দুল বাছির, সহসভাপতি আফরুজ মিয়া, আব্দুল সবুর দুলু, কামাল ঊদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি