রাশিয়ার একটি শহরে তিনজনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন ৬৬ বছর বয়সী এক ব্যক্তি। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দক্ষিণাঞ্চলীয় শহর ক্রিমস্কের একটি শপিং এলাকায় এ ঘটনা ঘটে। ক্রিমস্ক ক্রিমিয়া উপদ্বীপের কাছে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনাদার অঞ্চলের একটি ছোট শহর।
রাশিয়ার অনুসন্ধানী কমিটির স্থানীয় শাখা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত দুইজন হামলাকারীর পরিচিত। পূর্ব শত্রুতার জেরে দুই পরিচিতকে গুলি করে বন্দুকধারী।
প্রাথমিক তদন্তে এমনই আভাস পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। আর নিহত তৃতীয় ব্যক্তি একজন পুরুষ, তার পরিচয় শনাক্ত করার কাজ চলছে। এ ঘটনায় আহত ৬১ বছর বয়সী একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তিকে রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে গুলি করতে দেখা গেছে। ভিডিওর শেষ দিকে তাকে মাটিতে পড়ে থাকা কোনো একজনকে খুব কাছ থেকে গুলি করতে দেখা যায়। তবে রয়টার্স এই ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।
অর্থ-বাণিজ্য: অধিকাংশ শেয়ারে দাম বাড়লেও পতন থামেনি শেয়ারবাজারে
সারাদেশ: শিমের বেগুনি ফুলেই কৃষাণীর স্বপ্ন
সারাদেশ: মহানন্দা নেশাজাতীয় সিরাপ জব্দ