ফিলিস্তিনের ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে পৃথক দুটি ঘটনায় ইসরায়েলি বাহিনী দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে।
মঙ্গলবার ভোর সকালে ঘটনা দুটি ঘটেছে বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী এসব মৃত্যুর কথা নিশ্চিত করেনি, তবে তারা বলেছে, হেবরন শহরের নিকটবর্তী ছোট শহর বেইত উমরের পাশে রাতে তাদের দুটি সামরিক যান দাঁড়িয়ে থাকার সময় হামলার শিকার হয়েছে।
এক বিবৃতিতে তারা বলেছে, হামলাকারীরা বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করার পর ইসরায়েলি সেনারা পাল্টা গুলি ছোড়ে।
ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, রামাল্লায় পৃথক আরেকটি ঘটনায় ইসরায়েলিদের গুলিতে আরেক ব্যক্তি নিহত হয়।
পশ্চিম তীরের শহরগুলোর রাস্তায় ইসরায়েলি সেনাদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটার পর এই এলাকার ফিলিস্তিনি শহরগুলোতে ব্যাপক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের গুলিতে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।
অর্থ-বাণিজ্য: আমদানি চাপে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭৫০ কোটি ডলার
ক্যাম্পাস: ওসমান হাদীর মৃত্যুতে জবিতে দোয়া মাহফিল
অর্থ-বাণিজ্য: শওকত আজিজ আবারও বিটিএমএর সভাপতি
অর্থ-বাণিজ্য: ক্ষুদ্রঋণ ব্যাংকের লাইসেন্স কে দেবে, তা এখনো ঠিক হয়নি
অর্থ-বাণিজ্য: আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান
অর্থ-বাণিজ্য: প্রথম নারী এমডি পেল ডিএসই