image

কর বিতর্কে ব্রিটেনের ক্ষমতাসীন দলের চেয়ারম্যানকে বরখাস্ত

সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

ব্রিটেনে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান নাদিম জাহাওয়ীকে রোববার (২৯ জানুয়ারি) বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। জাহাওয়ী অর্থমন্ত্রী থাকাকালে কর বিভাগকে জরিমানা দিয়েছেন, এমন অভিযোগ ওঠার পর তাকে বরখাস্ত করা হয়।

জাহাওয়ির কাছে লেখা এক চিঠিতে সুনাক লেখেন, এটা পরিষ্কার যে মন্ত্রিত্বের নীতিমালায় গুরুতর লঙ্ঘন ঘটেছে। এই আইন অনুসারেই সরকারের মন্ত্রীরা তাদের দায়িত্ব পালন করেন। খবর বিবিসি’র।

প্রধানমন্ত্রীর একজন নৈতিকতা বিষয়ক উপদেষ্টার তদন্ত রিপোর্টে সাবেক অর্থমন্ত্রী যেভাবে করের বিষয়টি সামাল দিয়েছেন তার সমালোচনা করা হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, জাহাওয়ি এ বিষয়ে স্বচ্ছ থাকতে ব্যর্থ হয়েছেন। এরপরই ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক তাকে বরখাস্ত করেন। তবে চিঠিতে তিনি তার সরকারে জাহাওয়ীর ভূমিকার প্রশংসা করেছেন।

জবাবে জাহাওয়ী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, সরকারের ভেতরে তার অর্জন নিয়ে তিনি গর্বিত। বিশেষ করে তিনি মহামারির সময় লোকজনকে টিকা দেয়া এবং রানি এলিজাবেথের শেষকৃত্য আয়োজনের কথা উল্লেখ করেছেন। তবে তিনি কোনো ক্ষমাপ্রার্থনা করেননি এবং করের বিষয়েও কিছু উল্লেখ করেননি। জাহাওয়ী টিকা বিষয়ক এবং শিক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি