image

নতুন ট্রানজিট ভিসা দেবে সৌদি আরব

মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

সৌদি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন ট্রানজিট ভিসা দেওয়া শুরু করেছে। এর আওতায় এখন থেকে সফরকারীরা চাইলে সৌদিতে বিরতি নিয়ে ভিসার জন্য আবেদন জানাতে পারবেন।

মূলত উমরাহ পালন করতে চান, মদিনায় মসজিদে নববি ঘুরে দেখতে আগ্রহী এবং সৌদির অন্যান্য অংশেও যেতে চান এমন ব্যক্তিদের জন্য এটি কাজে দেবে বলে উল্লেখ করা হয়েছে আরব নিউজের এক প্রতিবেদনে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ ৯৬ ঘণ্টা পর্যন্ত এভাবে সৌদি আরবে অবস্থান করতে পারবেন। নতুন সেবা সোমবার থেকে কার্যকর হবে। যাত্রীরা সৌদিয়া এয়ারলাইনস এবং ফ্লাইনাসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন স্বয়ংক্রিয়ভাবে সমন্বিত ভিসা প্ল্যাটফর্মে পৌঁছে যাবে, যাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। পরে দ্রুত ডিজিটাল ভিসা ইসু করা হবে এবং ভিসা প্রাপ্তকে ইমেইলের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।

প্রতিবেদনের তথ্যানুসারে, বিনামূ্ল্যের এ ভিসা সফরকারীর টিকেটের বিপরীতে দেওয়া হবে এবং এর তিন মাস মেয়াদ থাকবে। সৌদি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ই-ট্রানজিট ভিসা তাদেরকে নিজেদের ভিশন ২০৩০ এ পৌঁছাতে সহায়তা করবে। সূত্র: আরব নিউজ

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি