image

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর গুলিতে নিহত ৭

সংবাদ অনলাইন রিপোর্ট

দক্ষিণ আফ্রিকার এক হোস্টেলে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে অন্তত সাত জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে দুই জন।

নেদারল্যান্ডভিত্তিক সংবাদ সংস্থা বিএনও নিউজের খবরে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় শনিবার (৩ জুন) দক্ষিণ আফ্রিকার ডারবানের কোয়াজুলু-নাটালে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানায় সংবাদ সংস্থাটি।

খবরে বলা হয়েছে, বন্দুকধারীরা আচমকা প্রকাশ্যে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এর ফলে কমপক্ষে সাতজন মানুষের মৃত্যু হয়।

দেশটির মুখপাত্র জে নাইকার বলেছেন, উমলাজিতে পুলিশ সাতটি হত্যা এবং দুটি হত্যার চেষ্টার একটি মামলা দায়ের করেছে।

তিনি জানান, কেন গুলি চালানো হয়েছে সে বিষয়টি এখনও জানা যায়নি। ঘটনা তদন্তের জন্য প্রাদেশিক টাস্ক টিমের গোয়েন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে কোয়াজুলু-নাটালের পুলিশ জানিয়েছে, নয়জন ব্যক্তি শনিবার ভোরে হোস্টেলে মদ্যপান করছিলেন। তখন অজানা বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে তাদের উপর গুলি চালায়। সাতজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি

Sangbad Image

সারাদেশ: জয়পুরহাট