ফ্রন্টেক লিমিটেড এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স টেকনোলজি (এডাস্ট) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
গত ১৬ মে স্বাক্ষরিত এই সমঝোতার আওতায় ইন্ডাস্ট্রি রেভুলেশান ৪.০ এর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা এবং তদসংক্রান্ত পরবর্তী কর্ম-পরিকল্পনার বিষয়ে আলোচনা করা হয়।
ফ্রন্টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেদওয়ান ফেরদৌস এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স টেকনোলজি এর উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ফ্রন্টেক লিমিটেডের পার্টনার কোম্পানি কম্পিউটার সার্ভিসেস লিমিটেড (সিএসএল) এর মহাখালী ডিওএইচএস এর কর্পোরেট অফিসে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এডাস্টের রোবোটিক্স এন্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মাজিদ ইশতিয়াক আহমেদ, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর মো. নিয়াজ মোস্তাকিম, ফ্রন্টেকের চেয়ারম্যান মমলুক ছাবির আহমেদ, পরিচালক মাহরুশা মমলুক, মাহেরুল আজম কোরেশী, স্ক্র্যাচ বাংলাদেশ প্রোগ্রামের পরিচালক মোশাররফ হোসেন টিপু প্রমুখ।
আন্তর্জাতিক: কলকাতার গুদামে অগ্নিকাণ্ড, ২১টি দেহাংশ উদ্ধার
আন্তর্জাতিক: বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া করছে ভারত-রাশিয়া