image

গিগাবাইট মার্কেটিং এক্সিলেন্স এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

গিগাবাইট এশিয়া প্যাসিফিক মার্কেটিং এক্সিলেন্স এওয়ার্ড ২০২৩ পেয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি:। গত ৫ জুন, তাইওয়ানের রাজধানী তাইপেতে আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর পক্ষে পুরষ্কারটি গ্রহন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় পুরষ্কারটি তাঁর হাতে তুলে দেন গিগাবাইট এর ভাইস প্রেসিডেন্ট (এন্টারপ্রাইজ সেলস, চ্যানেল সল্যুশনস বিজনেস ইউনিট) টনি লিও।

এ সময় আরো উপস্থিত ছিলেন গিগাবাইট এর এশিয়া প্যাসিফিক ডিরেক্টর সেলস শিভা, এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ম্যানেজার এলান সু এবং বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান। গত অর্থবছরে বাংলাদেশ মার্কেটে ব্যবসায় সম্প্রসারনে বিশেষ ভূমিকা রাখায় এই পুরষ্কার দেয়া হয়েছে বলে জানান খাজা মো. আনাস খান।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি