গত ১১ জুন প্রযুক্তি প্রতিষ্ঠান লজিটেক আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে উন্মোচন করেছে ওয়্যারলেস বাংলা কি-বোর্ড ও মাউস কম্বো। কি-বোর্ডটিতে বাংলা ফন্ট (বিজয় লেআউট) এমবেড করা হয়েছে। এটি কমপ্যাক্ট কি-বোর্ড হওয়ায়, স্বল্প ওয়ার্কস্পেসে সহজে কাজ করা যাবে। এতে রয়েছে ২.৪ গিগাহাটর্জ ওয়্যারলেস কানেকশন। ১০ মিটার পর্যন্ত নিরবিচ্ছিন্ন সংযোগ দিবে কি-বোর্ডটি। বিশেষ পাওয়ার-সেভিং প্রযুক্তির কারণে কি-বোর্ডটির ব্যাটারি লাইফ ২৪ মাস এবং মাউসের ব্যাটারি ১২ মাস পর্যন্ত স্থায়ী থাকবে বলে জানিয়েছে লজিটেকের কর্মকর্তারা।
কম্পিউটারের ইউএসবি পোর্টে ইউএসবি রিসিভারটি কেবল প্লাগিং বা সংযুক্ত করেই কি-বোর্ডটি চালু করা যাবে। কম্বো অফারে কি-বোর্ডের সাথে থাকা পোর্টেবল মাউসটি বাম-ডান উভয় হাতেই ব্যবহার করা যাবে।
লজিটেক দক্ষিণ এশিয়া ফ্রন্টিয়ার মার্কেটের বিজনেস হেড পার্থ ঘোষ অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের বাজারে লজিটেক এমকে২২০ বাংলা ওয়্যারলেস কি-বোর্ড ও মাউস কম্বো আনতে পেরে আমরা আনন্দিত। আশা করছি বাংলাদেশের বাাজরে আামদের নতুন পণ্যটি সাড়া জাগাতে পারবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আফ্রিকা এবং ফ্রন্টিয়ার মার্কেটস ও ইমার্জিং মার্কেটসের রিজিওনাল ডিরেক্টর রোমান মমিন।
লজিটেক তাদের অনুমোদিত ডিস্ট্রিবিউটরের মাধ্যমে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে পণ্যটিতে। কি-বোর্ড এবং মাউস কম্বোটির দাম ২ হাজার ২৪৯ টাকা।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
গত ১১ জুন প্রযুক্তি প্রতিষ্ঠান লজিটেক আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে উন্মোচন করেছে ওয়্যারলেস বাংলা কি-বোর্ড ও মাউস কম্বো। কি-বোর্ডটিতে বাংলা ফন্ট (বিজয় লেআউট) এমবেড করা হয়েছে। এটি কমপ্যাক্ট কি-বোর্ড হওয়ায়, স্বল্প ওয়ার্কস্পেসে সহজে কাজ করা যাবে। এতে রয়েছে ২.৪ গিগাহাটর্জ ওয়্যারলেস কানেকশন। ১০ মিটার পর্যন্ত নিরবিচ্ছিন্ন সংযোগ দিবে কি-বোর্ডটি। বিশেষ পাওয়ার-সেভিং প্রযুক্তির কারণে কি-বোর্ডটির ব্যাটারি লাইফ ২৪ মাস এবং মাউসের ব্যাটারি ১২ মাস পর্যন্ত স্থায়ী থাকবে বলে জানিয়েছে লজিটেকের কর্মকর্তারা।
কম্পিউটারের ইউএসবি পোর্টে ইউএসবি রিসিভারটি কেবল প্লাগিং বা সংযুক্ত করেই কি-বোর্ডটি চালু করা যাবে। কম্বো অফারে কি-বোর্ডের সাথে থাকা পোর্টেবল মাউসটি বাম-ডান উভয় হাতেই ব্যবহার করা যাবে।
লজিটেক দক্ষিণ এশিয়া ফ্রন্টিয়ার মার্কেটের বিজনেস হেড পার্থ ঘোষ অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের বাজারে লজিটেক এমকে২২০ বাংলা ওয়্যারলেস কি-বোর্ড ও মাউস কম্বো আনতে পেরে আমরা আনন্দিত। আশা করছি বাংলাদেশের বাাজরে আামদের নতুন পণ্যটি সাড়া জাগাতে পারবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আফ্রিকা এবং ফ্রন্টিয়ার মার্কেটস ও ইমার্জিং মার্কেটসের রিজিওনাল ডিরেক্টর রোমান মমিন।
লজিটেক তাদের অনুমোদিত ডিস্ট্রিবিউটরের মাধ্যমে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে পণ্যটিতে। কি-বোর্ড এবং মাউস কম্বোটির দাম ২ হাজার ২৪৯ টাকা।