image

আইসিটি বিভাগের নতুন সচিব শীষ হায়দার চৌধুরী

শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন শীষ হায়দার চৌধুরী। তিনি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনকে সরিয়ে দেওয়া হয়। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই দিনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি