তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে ইন্টেল কোর আল্ট্রা সেভেন প্রসেসর সমৃদ্ধ হাই পারফরম্যান্স ইয়োগা নাইনআই টু ইন ওয়ান টাচস্ক্রীন লেনোভো ল্যাপটপ। লো ব্লু লাইট ১৪ ইঞ্চি ফোর-কে ওলেড ডিসপ্লে বিশিষ্ট এই ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে সর্বোচ্চ ৪.৮ গিগাহার্জ ইন্টেল কোর আল্ট্রা সেভেন-১৫৫এইচ প্রসেসর, এআই বুস্ট এনপিইউ, ইন্টিগ্রেটেড ইন্টেল আর্ক গ্রাফিক্স, ১ টিবি এনভিএমই এসএসডি এবং ৩২ জিবি এলপি ডিডআরফাইভ র্যাম। এছাড়াও ল্যাপটপটিতে রয়েছে আইআর এবং প্রাইভেসি শাটার যুক্ত ৫এমপি ওয়েবক্যামেরা, ডলবি এ্যাটমস উফার , থান্ডারবোল্ট ৪, ওয়াইফাই সিক্সই, লেনোভো স্লিম পেন সহ আরো নানা ফিচার। ল্যাপটপটি মিলিটারি গ্রেড-এসটিডি-৮১০এইচ টেস্টেড অর্থাৎ এটি বালি, কম্পন, ধূলো, তীব্র তাপমাত্রা, চরম ঠান্ডা বা পরিবেশগত যেকোনো পরিস্থিতিতে কাজ করতে সক্ষম।
এই মডেলটির ডিসপ্লে ৩৬০ ডিগ্রি রোটেট্যাবল হওয়ার কারণে ব্যবহারকারী প্রয়োজন অনুসারে এটিকে ল্যাপটপ, ট্যাবলেট, টেন্ট এবং স্ট্যান্ড মুডে ব্যবহার করতে পারবেন। ল্যাপটপটি স্লিম এবং হালকা হবার কারণে সহজে বহনযোগ্য। ল্যাপটপটি পাওয়া যাচ্ছে লুনা গ্রে কালারে। ২ বছরের ওয়্যারেন্টিসহ এই ল্যাপটপটির দাম ২,৭০,০০০ টাকা।
আন্তর্জাতিক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ
অপরাধ ও দুর্নীতি: ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন
সারাদেশ: সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি