ইও বাংলাদেশ সম্প্রতি ঢাকার একটি হোটেলে আমরা নেটওয়ার্ক লিমিটেড এবং ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স এর সহযোগিতায় ‘এআই ইন অ্যাকশন উইথ রাজ গুডম্যান’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে। গুডম্যান ল্যান্টার্নের প্রতিষ্ঠাতা ও সিইও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞ রাজ গুডম্যান কর্মশালাটি পরিচালনা করেন।
কর্মশালায় গুডম্যান মানব-এআই সহযোগিতা, এআই এর সামাজিক ও নৈতিক দিক, ভবিষ্যতের এআই এবং এর ক্রমবর্ধমান প্রকৃতি, এআই বোঝা এবং এর ব্যবসায়িক প্রভাব, কনটেন্ট ক্রিয়েশন ও ব্যবস্থাপনায় এআই-এর ভূমিকাসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
ইও বাংলাদেশের সভাপতি ফাতিন হক এ প্রসঙ্গে বলেন, বিশ^ এখন প্রায় সবকিছুতেই কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত করছে, এই কর্মশালাটি উদ্যোক্তা এবং পেশাজীবীদের জন্য বর্তমান প্রেক্ষাপটে এআই-এর বাস্তব প্রয়োগ সম্পর্কে ধারণা নেওয়ার একটি অনন্য সুযোগ প্রদান করেছে।
ইও বাংলাদেশের চেয়ার (লার্নিং) আজরা সেলিম বলেন, রাজ গুডম্যানকে কর্মশালায় আনতে পেরে আমরা রোমাঞ্চিত। এআই শুধুমাত্র একটি ট্রেন্ড নয়; এটি ব্যবসা ও উদ্যোক্তাবৃত্তির প্রেক্ষাপটকে নতুনভাবে রূপান্তর করছে। আমাদের সাথে এই উত্তেজনাপূর্ণ যাত্রায় আমরা সবাইকে অংশ নিতে উৎসাহিত করছি।
কর্মশালাটি ইও সদস্য ও বৃহত্তর উদ্যোক্তা সম্প্রদায়ের জন্য উন্মুক্ত ছিল। প্রায় শতাধিক অংশগ্রহণকারী এই সেশনে অংশগ্রহন করেন।