ইও বাংলাদেশ সম্প্রতি ঢাকার একটি হোটেলে আমরা নেটওয়ার্ক লিমিটেড এবং ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স এর সহযোগিতায় ‘এআই ইন অ্যাকশন উইথ রাজ গুডম্যান’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে। গুডম্যান ল্যান্টার্নের প্রতিষ্ঠাতা ও সিইও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞ রাজ গুডম্যান কর্মশালাটি পরিচালনা করেন।
কর্মশালায় গুডম্যান মানব-এআই সহযোগিতা, এআই এর সামাজিক ও নৈতিক দিক, ভবিষ্যতের এআই এবং এর ক্রমবর্ধমান প্রকৃতি, এআই বোঝা এবং এর ব্যবসায়িক প্রভাব, কনটেন্ট ক্রিয়েশন ও ব্যবস্থাপনায় এআই-এর ভূমিকাসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
ইও বাংলাদেশের সভাপতি ফাতিন হক এ প্রসঙ্গে বলেন, বিশ^ এখন প্রায় সবকিছুতেই কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত করছে, এই কর্মশালাটি উদ্যোক্তা এবং পেশাজীবীদের জন্য বর্তমান প্রেক্ষাপটে এআই-এর বাস্তব প্রয়োগ সম্পর্কে ধারণা নেওয়ার একটি অনন্য সুযোগ প্রদান করেছে।
ইও বাংলাদেশের চেয়ার (লার্নিং) আজরা সেলিম বলেন, রাজ গুডম্যানকে কর্মশালায় আনতে পেরে আমরা রোমাঞ্চিত। এআই শুধুমাত্র একটি ট্রেন্ড নয়; এটি ব্যবসা ও উদ্যোক্তাবৃত্তির প্রেক্ষাপটকে নতুনভাবে রূপান্তর করছে। আমাদের সাথে এই উত্তেজনাপূর্ণ যাত্রায় আমরা সবাইকে অংশ নিতে উৎসাহিত করছি।
কর্মশালাটি ইও সদস্য ও বৃহত্তর উদ্যোক্তা সম্প্রদায়ের জন্য উন্মুক্ত ছিল। প্রায় শতাধিক অংশগ্রহণকারী এই সেশনে অংশগ্রহন করেন।
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
ইও বাংলাদেশ সম্প্রতি ঢাকার একটি হোটেলে আমরা নেটওয়ার্ক লিমিটেড এবং ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স এর সহযোগিতায় ‘এআই ইন অ্যাকশন উইথ রাজ গুডম্যান’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে। গুডম্যান ল্যান্টার্নের প্রতিষ্ঠাতা ও সিইও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞ রাজ গুডম্যান কর্মশালাটি পরিচালনা করেন।
কর্মশালায় গুডম্যান মানব-এআই সহযোগিতা, এআই এর সামাজিক ও নৈতিক দিক, ভবিষ্যতের এআই এবং এর ক্রমবর্ধমান প্রকৃতি, এআই বোঝা এবং এর ব্যবসায়িক প্রভাব, কনটেন্ট ক্রিয়েশন ও ব্যবস্থাপনায় এআই-এর ভূমিকাসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
ইও বাংলাদেশের সভাপতি ফাতিন হক এ প্রসঙ্গে বলেন, বিশ^ এখন প্রায় সবকিছুতেই কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত করছে, এই কর্মশালাটি উদ্যোক্তা এবং পেশাজীবীদের জন্য বর্তমান প্রেক্ষাপটে এআই-এর বাস্তব প্রয়োগ সম্পর্কে ধারণা নেওয়ার একটি অনন্য সুযোগ প্রদান করেছে।
ইও বাংলাদেশের চেয়ার (লার্নিং) আজরা সেলিম বলেন, রাজ গুডম্যানকে কর্মশালায় আনতে পেরে আমরা রোমাঞ্চিত। এআই শুধুমাত্র একটি ট্রেন্ড নয়; এটি ব্যবসা ও উদ্যোক্তাবৃত্তির প্রেক্ষাপটকে নতুনভাবে রূপান্তর করছে। আমাদের সাথে এই উত্তেজনাপূর্ণ যাত্রায় আমরা সবাইকে অংশ নিতে উৎসাহিত করছি।
কর্মশালাটি ইও সদস্য ও বৃহত্তর উদ্যোক্তা সম্প্রদায়ের জন্য উন্মুক্ত ছিল। প্রায় শতাধিক অংশগ্রহণকারী এই সেশনে অংশগ্রহন করেন।