image

সাইবার অপরাধ মোকাবেলায় একসঙ্গে কাজ করবে ক্যাসপারস্কি ও আফ্রিপোল

বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াই জোরদার করতে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ও আফ্রিকান ইউনিয়নের পুলিশ সহযোগিতা সংস্থা আফ্রিপোল পাঁচ বছরের একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ইউজিন ক্যাসপারস্কি এবং আফ্রিপোলের রাষ্ট্রদূত জালেল চেলবা আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে তারা সাইবার অপরাধ প্রতিরোধ ও মোকাবিলায় সর্বশেষ সাইবার হুমকি সম্পর্কিত তথ্য আদান-প্রদান করবে।

ক্যাসপারস্কি’র প্রতিষ্ঠাতা ও সিইও ইউজিন ক্যাসপারস্কি বলেন, সহযোগিতা ছাড়া সাইবার অপরাধের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করা সম্ভব নয়। সাইবার হুমকি সম্পর্কে জনসাধারণ, নিরাপত্তা বিশেষজ্ঞ এবং আইন-প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমরা সবসময় সহযোগিতাকেই প্রাধান্য দিয়ে থাকি। আফ্রিপোলের সঙ্গে আমাদের সহযোগিতা এবং নতুন সাইবার হুমকি মোকাবেলায় প্রয়োজনীয় তথ্য এবং প্রযুক্তিগত সহায়তা প্রদানের মাধ্যমে নিরাপদ ও সাইবার রেজিলিয়েন্ট বিশ্ব গড়ে তুলতে চাই।

আফ্রিপোল’এর অন্তর্র্বতীকালীন নির্বাহী পরিচালক অ্যাম্বাসেডর জালেল চেলবা বলেন, ক্যাসপারস্কির সঙ্গে এই চুক্তি আফ্রিকার ডিজিটাল সুরক্ষা শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ক্যাসপারস্কির সহযোগিতায় আমরা কেবল আফ্রিপোল দেশগুলোর সাইবার হুমকি মোকাবেলার সক্ষমতা বাড়াচ্ছি না, বরং সব আফ্রিকান নাগরিকের জন্য একটি নিরাপদ ডিজিটাল স্পেস তৈরিতে কাজ করছি। এই অংশীদারিত্ব যেমন সাইবার অপরাধ মোকাবেলায় আফ্রিপোলের অপারেশনাল কাঠামোকে শক্তিশালী করবে, পাশাপাশি সাইবার নিরাপত্তার ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি মহাদেশের ডিজিটাল নিরাপত্তায় ক্যাসপারস্কিকে ভূমিকা পালন করতে সহায়তা করবে। আমরা একসাথে আফ্রিকায় শক্তিশালী ও বিশ্বাসযোগ্য ডিজিটাল ভবিষ্যতের দিকে বড় পদক্ষেপ নিচ্ছি।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি