বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বর মাস জুড়ে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে অনার। এর আওতায় গ্রাহকরা অনার ম্যাজিক ভি২ স্মার্টফোনটি এখন ৫০ হাজার টাকা ছাড়ে ১,৩৯,৯৯৯ টাকায় কিনতে পারছেন। স্ন্যাপড্রাগন ৮ জেন২ প্রসেসর সহ এই ডিভাইসটি বাজারের সবচেয়ে পাতলা ফোল্ডেবল (ভাঁজযোগ্য) স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম।
এছাড়া, অনার ম্যাজিক ৬ প্রো ফোনটি ১৫ হাজার টাকা কমে ১,১৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনে রয়েছে আই-ট্র্যাকিং প্রযুক্তি, সিলিকন-কার্বন ব্যাটারি এবং উন্নত এআই সমর্থিত ফিচার। অনার ২০০ প্রো ডিভাইসটি ৮ হাজার টাকা কমে ৭৬,৯৯৯ টাকায় ক্রয় করতে পারবেন। স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর ও স্টুডিও-লেভেল পোর্ট্রেট ক্যামেরা সমৃদ্ধ এই ফোনটি দিয়ে ভালো ছবি তোলা যায়। এই মাসে অনার ২০০ ডিভাইসটিও ৫ হাজার টাকা ছাড়ে ৫৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এছাড়াও অনার এক্স৯বি ও এক্স৮বি ফোন কেনার সময় ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি।