দেশের বাজারে ‘বিস্পোক এআই’ প্রযুক্তি সুবিধাসম্পন্ন রেফ্রিজারেটর লাইনআপ উন্মোচন করেছে কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং। রাজধানীর গুলশানে অবস্থিত র্যাংগস ই-মার্ট স্টোরে সম্প্রতি এক অনুষ্ঠানে নতুন এই রেফ্রিজারেটর লাইনআপ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে স্যামসাং ইলেক্ট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক হোয়ানসাং উ, র?্যানকন হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারহানা করিম, স্যামসাং বাংলাদেশের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর, র্যাংগস ই-মার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
নতুন এই লাইনআপে রয়েছে চারটি মডেল। মডেলগুলো হলোঃ আরটি৩১বি১, আরটি৩৫বি১, আরটি৩৫২২ এবং আরটি৪২বি১। এর প্রতিটি মডেলে ব্যবহৃত হয়েছে প্রিমিয়াম মেটালিক ফিনিশ, কোটাফিনিশ এবং গ্লাসের সমন্বয়ে তৈরি স্লিক, ফ্ল্যাট দরজা প্রভৃতি।
স্যামসাংয়ের স্মার্টথিংস এআই প্রযুক্তি ব্যবহারকারীদের রেফ্রিজারেটর ব্যবহারের অভ্যাস বিশ্লেষণ করে কী পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে তার ধারণা দেয়, এবং নির্ধারিত সীমার বেশি বিদ্যুৎ ব্যবহৃত হলে সেভিং মোড চালুর পরামর্শ দেয়, ফলে বিদ্যুৎ বিল অনেকাংশে সাশ্রয় করা সম্ভব হয়। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে গেলেও স্মার্টথিংস অ্যাপ ব্যবহার করে ওয়াই-ফাই’এর মাধ্যমে দূর থেকেও নতুন লাইনআপের এই রেফ্রিজারেটরগুলো নিয়ন্ত্রণ করা যায়। সংবাদ বিজ্ঞপ্তি।
অর্থ-বাণিজ্য: নির্বাচনের প্রার্থীদের জন্য শনিবার সব ব্যাংক খোলা থাকবে