ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে কনটেন্ট তৈরি করে জনপ্রিয়তা পেয়েছেন অনেকেই। তারকাও বনে গেছেন কেউ কেউ। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের ওপর প্রভাব রাখতে সক্ষম ব্যক্তিরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। আর তাই বর্তমানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী তারকাদের কাজে লাগিয়ে পণ্যের প্রচারণা করে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। বিষয়টি মাথায় রেখে এবার ইনস্টাগ্রাম ও ফেসবুক প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ভার্চুয়্যাল ইনফ্লুয়েন্সার তৈরি করছে মেটা।
মেটার তৈরি এআই ইনফ্লুয়েন্সারগুলো স্বয়ংক্রিয়ভাবে কনটেন্ট তৈরির পাশাপাশি ব্যবহারকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে। তরুণ প্রজন্মের ব্যবহারকারীদের আকর্ষণের পাশাপাশি টিকটক ও ¯œ্যাপচ্যাটের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এআই ইনফ্লুয়েন্সার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে মেটা।
মেটার জেনারেটিভ এআই পণ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট কনর হেইস এক সাক্ষাৎকারে বলেন, আমরা লক্ষাধিক এআই প্রোফাইল তৈরি করেছি। যেগুলো শুধু কনটেন্ট তৈরি নয়, ব্যবহারকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। সাধারণ ইনফ্লুয়েন্সাররা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর নির্ভর করে কনটেন্ট তৈরি করেন। কিন্তু আমাদের এআই ইনফ্লুয়েন্সার তাৎক্ষণিকভাবে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া জানাতে ও তাদের চাহিদা অনুযায়ী সম্পূর্ণ ভিন্ন মাত্রার কনটেন্ট তৈরি করতে পারবে।
এআই ইনফ্লুয়েন্সারের কার্যক্রমে স্বচ্ছতা ও আস্থা আনার জন্য এআই দিয়ে তৈরি কনটেন্টে লেবেল যুক্ত করবে মেটা। এ বিষয়ে কনর হেইস বলেন, ‘আমরা প্রতিটি এআইভিত্তিক কনটেন্টে স্পষ্টভাবে লেবেল যুক্ত করব। এর ফলে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন, তারা এআই দিয়ে তৈরি কনটেন্টের সঙ্গে যুক্ত হচ্ছেন।
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            রোববার, ১২ জানুয়ারী ২০২৫
ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে কনটেন্ট তৈরি করে জনপ্রিয়তা পেয়েছেন অনেকেই। তারকাও বনে গেছেন কেউ কেউ। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের ওপর প্রভাব রাখতে সক্ষম ব্যক্তিরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। আর তাই বর্তমানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী তারকাদের কাজে লাগিয়ে পণ্যের প্রচারণা করে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। বিষয়টি মাথায় রেখে এবার ইনস্টাগ্রাম ও ফেসবুক প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ভার্চুয়্যাল ইনফ্লুয়েন্সার তৈরি করছে মেটা।
মেটার তৈরি এআই ইনফ্লুয়েন্সারগুলো স্বয়ংক্রিয়ভাবে কনটেন্ট তৈরির পাশাপাশি ব্যবহারকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে। তরুণ প্রজন্মের ব্যবহারকারীদের আকর্ষণের পাশাপাশি টিকটক ও ¯œ্যাপচ্যাটের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এআই ইনফ্লুয়েন্সার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে মেটা।
মেটার জেনারেটিভ এআই পণ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট কনর হেইস এক সাক্ষাৎকারে বলেন, আমরা লক্ষাধিক এআই প্রোফাইল তৈরি করেছি। যেগুলো শুধু কনটেন্ট তৈরি নয়, ব্যবহারকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। সাধারণ ইনফ্লুয়েন্সাররা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর নির্ভর করে কনটেন্ট তৈরি করেন। কিন্তু আমাদের এআই ইনফ্লুয়েন্সার তাৎক্ষণিকভাবে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া জানাতে ও তাদের চাহিদা অনুযায়ী সম্পূর্ণ ভিন্ন মাত্রার কনটেন্ট তৈরি করতে পারবে।
এআই ইনফ্লুয়েন্সারের কার্যক্রমে স্বচ্ছতা ও আস্থা আনার জন্য এআই দিয়ে তৈরি কনটেন্টে লেবেল যুক্ত করবে মেটা। এ বিষয়ে কনর হেইস বলেন, ‘আমরা প্রতিটি এআইভিত্তিক কনটেন্টে স্পষ্টভাবে লেবেল যুক্ত করব। এর ফলে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন, তারা এআই দিয়ে তৈরি কনটেন্টের সঙ্গে যুক্ত হচ্ছেন।