প্রযুক্তি ব্র্যান্ড অনার দেশের বাজারে সম্প্রতি উন্মোচন করেছে অনার এক্স৫বি প্লাস স্মার্টফোন। এ স্মার্টফোনটিতে রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, সুবিশাল স্টোরেজ, অত্যাধুনিক এআই ক্যামেরা ফিচার ও হাই-পারফরমেন্স ডিসপ্লে।
৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোনটিতে ১০০০ বার চার্জ সাইকেলের পরও ব্যাটারির সক্ষমতা থাকবে ৮৫ শতাংশ। এতে রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি ও অনার র?্যাম টার্বো প্রযুক্তি, যা ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে ৪ জিবি থেকে ৮ জিবি পর্যন্ত র?্যামের কার্যকারিতা বৃদ্ধি করে। স্মার্টফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই আল্ট্রা-ক্লিয়ার মেইন ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটির এআই অবজেক্ট রিকগনিশন ফিচার স্বয়ংক্রিয়ভাবে ছবির প্রধান বিষয়বস্তু চিহ্নিত করে এবং ব্যাকগ্রাউন্ড ডিসট্র্যাকশন দূর করে, যাতে সহজেই ফোকাস ঠিক রেখে স্পষ্ট ছবি তোলা যায়। এর এআই ক্ল্যারিটি এনহান্সমেন্ট ছবি তোলার পরে অস্পষ্ট লেখাকে স্বচ্ছ করার মাধ্যমে ছবির গুণগত মান বৃদ্ধি করবে।
স্মার্টফোনটির ৬.৫৬ ইঞ্চি ক্লিয়ার ডিসপ্লে ৯০ হার্টজ হাই রিফ্রেশ রেটের মাধ্যমে আল্ট্রা-স্মুথ ভিজ্যুয়াল নিশ্চিত করবে। ফোনটির ডিসপ্লের ৫৩০ নিটস আল্ট্রা-হাই ব্রাইটনেসের কারণে সরাসরি সূর্যের আলোতে ফোনটির স্পষ্ট ডিসপ্লে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এতে ই-বুক মোড, আই প্রটেকশন মোড, ডিসি ডিমিং ও ডায়নামিক ডিমিং ডিসপ্লের মতো অ্যাডভান্সড আই প্রটেকশন ফিচার সংযোজন করা হয়েছে।
অনার এক্স৫বি প্লাসের ম্যাজিক ক্যাপসুল ফিচার ব্যবহারকারীদের জন্য পারসোনালাইজড ও স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করবে। নোটিফিকেশন ব্যানারে একটি সহজ ট্যাপের মাধ্যমে ম্যাজিক ক্যাপসুল প্রয়োজনীয় তথ্য ও বিভিন্ন অপশন প্রদর্শন করবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা তৎক্ষণাৎ প্রয়োজনীয় রিসোর্স ব্যবহার করে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারবে।
স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে তিনটি রঙে: মিডনাইট ব্ল্যাক, ওশান ব্লু ও স্টারি পার্পল। ডিভাইসটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১২,৯৯৯ টাকা। সংবাদ বিজ্ঞপ্তি।
সারাদেশ: চুনারুঘাটে অভিযানে গাঁজা জব্দ