গ্রাাফিকস ডিজাইনে ‘ডিজাইন কনটেস্ট’ নিয়ে এসেছে আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিডিকলিং একাডেমি। প্রতিযোগিতায় ডিজাইনের মাধ্যমে প্রতিষ্ঠানটির সফলতা ও এগিয়ে যাওয়ার গল্প তুলে ধরে নগদ টাকা, শতভাগ স্কলারশিপসহ নানা আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ থাকছে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বিডিকলিং একাডেমির গল্প তুলে ধরার জন্য গ্রাফিক্স ডিজাইন কনটেস্টের আয়োজন করা হয়েছে। ‘আওয়ার স্টোরি, ইউর ক্রিয়েটিভিটি’ শীর্ষক এই কনটেস্টে অংশ নিতে আগ্রহীদেও নির্দিষ্ট গুগল ফরমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ডিজাইন জমা দেওয়া যাবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
ডিজাইন কনটেস্টে যারা বিজয়ী হবেন, তাদের ডিজাইন বিডিকলিং একাডেমির সোস্যাল মিডিয়ার প্লাটফর্মে প্রচার করা হবে। একইসঙ্গে প্রতিযোগিতায় প্রথম হওয়া ব্যক্তি পাবেন নগদ ১০ হাজার টাকা। সেইসঙ্গে থাকবে ফ্রি মোশন গ্রাফিক্স অ্যান্ড ভিডিও এডিটিং কোর্সে শতভাগ স্কলারশিপ। রানার-আপ ৫ জন পাবেন ইউএক্স/ইউআই ডিজাইন অথবা মোশন গ্রাফিক্স অ্যান্ড ভিডিও এডিটিং কোর্সে শতভাগ স্কলারশিপ। এছাড়াও পরবর্তী ১০ জনকে দেওয়া হবে মোশন গ্রাফিক্স অ্যান্ড ভিডিও এডিটিং কোর্সে ৭৫ শতাংশ স্কলারশিপ (২২,৫০০ টাকা ছাড়) এবং বিজয়ীদের মধ্য থেকে শেষ ৩০ জনকে দেওয়া হবে শতভাগ স্কলারশিপে অ্যাডভান্সড গ্রাফিক ডিজাইন কোর্সে (মর্নিং ব্যাচ) স্কিল ডেভেলপমেন্টের সুযোগ। কেউ যদি এআই ব্যবহার করে ডিজাইন তৈরি করে বা কারও বিরুদ্ধে কপি বা প্লেজারিজমের অভিযোগ পাওয়া যায়, তাহলে তার ডিজাইন বাতিল করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি।
সারাদেশ: চুনারুঘাটে অভিযানে গাঁজা জব্দ