বাংলালিংক গ্রাহকরা এখন থেকে জেডটিই কে১০ রাউটারের মাধ্যমে ফোরজি ইন্টারনেটের ওয়্যারলেস (তারহীন) কানেক্টিভিটি উপভোগ করার সুযোগ পাবেন। একই সাথে বাংলালিংক ওয়াইফাই সমাধান ব্যবহারকারীরা বঙ্গ, হইচই, আইস্ক্রিন ও দীপ্ত প্লের মতো ওটিটি প্ল্যাটফর্মে মাসিক সাবস্ক্রিপশন ও আনলিমিটেড ইন্টারনেট পাবেন।
এ বিষয়ে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, বাংলালিংক সবার জন্য ইন্টারনেট আরও সহজলভ্য করতে এবং ডিজিটাল ব্যবধান কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহক ও এন্টারপ্রাইজ ক্লায়েন্টদের আরও বেশি সক্ষম করে তুলতে এই ওয়্যারলেস ওয়াইফাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ প্রচেষ্টার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ক্যাবল ছাড়া ব্যক্তি, কমিউনিটি ও এন্টারপ্রাইজগুলোর জন্য সুযোগের সম্ভাবনা তেরি করাই আমাদের লক্ষ্য।
এই রাউটারের মাধ্যমে ৩২টি ডিভাইস সংযোগ করা যাবে। বিদ্যুৎ ছাড়া রাউটারটি ২ ঘন্টা ৩০ মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে। বাংলালিংক সাবস্ক্রাইবাররা জেডটিই কে১০ এফডব্লিউএ রাউটারে ৩০ দিনের জন্য ৩,৬৯৯ টাকায় প্যাকেজ ব্যবহার করতে পারবেন। যাদের দীর্ঘমেয়াদী সমাধান প্রয়োজন তারা ৫,০০০ টাকায় তিন মাসের প্যাকেজ নিতে পারবেন।
গ্রাহকের চাহিদা ও বাজেট বিবেচনা করে চারটি প্যাকেজ নিয়ে এসেছে বাংলালিংক। প্রথম প্যাকেজে সাবস্ক্রাইবাররা ৯৯৭ টাকায় ২৫ এমবিপিএস পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট কানেক্টিভিটি উপভোগ করতে পারবেন। তারা ৩০ দিনের জন্য হইচই, চরকি, বঙ্গ ও আইস্ক্রিনের প্রিমিয়াম ওটিটি সাবস্ক্রিপশন পাবেন। দ্বিতীয় প্যাকেজে ১,১৯৯ টাকায় ৩০ এমবিপিএস স্পিড পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট কানেক্টিভিটি পাবেন সাবস্ক্রাইবাররা। তৃতীয় প্যাকেজে ১,৭৭৭ টাকায় ৪০ এমবিপিএস পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট কানেক্টিভিটি পাবেন গ্রাহকরা। চতুর্থ প্যাকেজে ২,৯৯১ টাকায় ২৫ এমবিপিএস স্পিড পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট কানেক্টিভিটি পাবেন সাবস্ক্রাইবাররা। সবগুলো প্যাকেজের সাথেই প্রিমিয়াম ওটিটি সাবস্ক্রিপশন ফ্রি। একইসাথে, ওয়াইফাই ব্যবহারকারীরা আনলিমিটেড টফি কনটেন্ট উপভোগ করার সুযোগ পাবেন।
গ্রাহকরা বাংলালিংক ই-শপ https://banglalink.net/en/bl-wifi থেকে অফারটি গ্রহণ করতে পারবেন; সাথে থাকছে এফডব্লিউএ রাউটারের ফ্রি হোম ডেলিভারি ও ইনস্টলেশন সুবিধা। এই ওয়াইফাই সেবা এখন নির্দিষ্ট কিছু জায়গায় পাওয়া যাচ্ছে; আগামীতে এই সেবা দেশজুড়ে সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
বাংলালিংক গ্রাহকরা এখন থেকে জেডটিই কে১০ রাউটারের মাধ্যমে ফোরজি ইন্টারনেটের ওয়্যারলেস (তারহীন) কানেক্টিভিটি উপভোগ করার সুযোগ পাবেন। একই সাথে বাংলালিংক ওয়াইফাই সমাধান ব্যবহারকারীরা বঙ্গ, হইচই, আইস্ক্রিন ও দীপ্ত প্লের মতো ওটিটি প্ল্যাটফর্মে মাসিক সাবস্ক্রিপশন ও আনলিমিটেড ইন্টারনেট পাবেন।
এ বিষয়ে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, বাংলালিংক সবার জন্য ইন্টারনেট আরও সহজলভ্য করতে এবং ডিজিটাল ব্যবধান কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহক ও এন্টারপ্রাইজ ক্লায়েন্টদের আরও বেশি সক্ষম করে তুলতে এই ওয়্যারলেস ওয়াইফাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ প্রচেষ্টার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ক্যাবল ছাড়া ব্যক্তি, কমিউনিটি ও এন্টারপ্রাইজগুলোর জন্য সুযোগের সম্ভাবনা তেরি করাই আমাদের লক্ষ্য।
এই রাউটারের মাধ্যমে ৩২টি ডিভাইস সংযোগ করা যাবে। বিদ্যুৎ ছাড়া রাউটারটি ২ ঘন্টা ৩০ মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে। বাংলালিংক সাবস্ক্রাইবাররা জেডটিই কে১০ এফডব্লিউএ রাউটারে ৩০ দিনের জন্য ৩,৬৯৯ টাকায় প্যাকেজ ব্যবহার করতে পারবেন। যাদের দীর্ঘমেয়াদী সমাধান প্রয়োজন তারা ৫,০০০ টাকায় তিন মাসের প্যাকেজ নিতে পারবেন।
গ্রাহকের চাহিদা ও বাজেট বিবেচনা করে চারটি প্যাকেজ নিয়ে এসেছে বাংলালিংক। প্রথম প্যাকেজে সাবস্ক্রাইবাররা ৯৯৭ টাকায় ২৫ এমবিপিএস পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট কানেক্টিভিটি উপভোগ করতে পারবেন। তারা ৩০ দিনের জন্য হইচই, চরকি, বঙ্গ ও আইস্ক্রিনের প্রিমিয়াম ওটিটি সাবস্ক্রিপশন পাবেন। দ্বিতীয় প্যাকেজে ১,১৯৯ টাকায় ৩০ এমবিপিএস স্পিড পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট কানেক্টিভিটি পাবেন সাবস্ক্রাইবাররা। তৃতীয় প্যাকেজে ১,৭৭৭ টাকায় ৪০ এমবিপিএস পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট কানেক্টিভিটি পাবেন গ্রাহকরা। চতুর্থ প্যাকেজে ২,৯৯১ টাকায় ২৫ এমবিপিএস স্পিড পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট কানেক্টিভিটি পাবেন সাবস্ক্রাইবাররা। সবগুলো প্যাকেজের সাথেই প্রিমিয়াম ওটিটি সাবস্ক্রিপশন ফ্রি। একইসাথে, ওয়াইফাই ব্যবহারকারীরা আনলিমিটেড টফি কনটেন্ট উপভোগ করার সুযোগ পাবেন।
গ্রাহকরা বাংলালিংক ই-শপ https://banglalink.net/en/bl-wifi থেকে অফারটি গ্রহণ করতে পারবেন; সাথে থাকছে এফডব্লিউএ রাউটারের ফ্রি হোম ডেলিভারি ও ইনস্টলেশন সুবিধা। এই ওয়াইফাই সেবা এখন নির্দিষ্ট কিছু জায়গায় পাওয়া যাচ্ছে; আগামীতে এই সেবা দেশজুড়ে সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।