মাইক্রোসফট তাদের সাইন-ইন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। ফেব্রুয়ারি থেকে মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন-ইন করার পর ব্যবহারকারীরা নিজে সাইন-আউট বা প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহার না করলে অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে সাইন-ইন অবস্থায় থাকবে।
বর্তমানে মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন-ইন করার সময় ব্যবহারকারীদের কাছে জানতে চাওয়া হয়, তারা পরবর্তী সময়ে সাইন-ইন অবস্থায় থাকতে চান কিনা। তবে নতুন নিয়ম অনুযায়ী, এ ধাপটি সরিয়ে নেওয়া হবে। অর্থাৎ সাইন-ইন অবস্থায় থাকার প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে চালু থাকবে। ফলে যারা নিয়মিত পাবলিক কম্পিউটার ব্যবহার করেন, তাদের এ ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
নতুন এ নিয়ম চালু হলে সাইবার ক্যাফে বা অন্যের কম্পিউটারে কাজ করার সময় প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহার করা বা কাজ শেষে অবশ্যই সাইন-আউট নিশ্চিত করতে হবে। তবে ব্যবহারকারীরা ভুলবশত সাইন-আউট করতে ভুলে গেলে মাইক্রোসফটের একটি বিশেষ সেটিংসের মাধ্যমে সব ব্রাউজার, অ্যাপ ও ডিভাইস থেকে (এক্সবক্স কনসোল বাদে) অ্যাকাউন্ট সাইন-আউট করার সুবিধা পাবেন।
রোববার, ০২ ফেব্রুয়ারী ২০২৫
মাইক্রোসফট তাদের সাইন-ইন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। ফেব্রুয়ারি থেকে মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন-ইন করার পর ব্যবহারকারীরা নিজে সাইন-আউট বা প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহার না করলে অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে সাইন-ইন অবস্থায় থাকবে।
বর্তমানে মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন-ইন করার সময় ব্যবহারকারীদের কাছে জানতে চাওয়া হয়, তারা পরবর্তী সময়ে সাইন-ইন অবস্থায় থাকতে চান কিনা। তবে নতুন নিয়ম অনুযায়ী, এ ধাপটি সরিয়ে নেওয়া হবে। অর্থাৎ সাইন-ইন অবস্থায় থাকার প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে চালু থাকবে। ফলে যারা নিয়মিত পাবলিক কম্পিউটার ব্যবহার করেন, তাদের এ ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
নতুন এ নিয়ম চালু হলে সাইবার ক্যাফে বা অন্যের কম্পিউটারে কাজ করার সময় প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহার করা বা কাজ শেষে অবশ্যই সাইন-আউট নিশ্চিত করতে হবে। তবে ব্যবহারকারীরা ভুলবশত সাইন-আউট করতে ভুলে গেলে মাইক্রোসফটের একটি বিশেষ সেটিংসের মাধ্যমে সব ব্রাউজার, অ্যাপ ও ডিভাইস থেকে (এক্সবক্স কনসোল বাদে) অ্যাকাউন্ট সাইন-আউট করার সুবিধা পাবেন।