ব্রাদার ইন্টারন্যাশনাল (গালফ) এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর পক্ষ থেকে গত ৩০ জানুয়ারি ঢাকার একটি হোটেলে নতুন প্রিন্টার সিরিজ নিয়ে এক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে টোনার বক্স সিরিজের ৬টি এবং নতুন সিরিজের ৮টি মডেলের প্রিন্টার উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ আবদুল ফাত্তাহ, পরিচালক মোহাম্মদ রফিকুল আনোয়ার, উপ-পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন খন্দকার। ব্রাদার ইন্টারন্যাশনাল (গালফ) থেকে মিঃ ভাভিক মাতানি অনলাইনে যোগদান করেন।
নতুন এই টোনার বক্স সিরিজের সাশ্রয়ী টোনার কার্টিজ প্রতি পৃষ্ঠায় ৫০ পয়সা খরচে মুদ্রণ করতে সক্ষম, যা ব্যবহারকারীর খরচ কমায়।
নতুন টোনার সিরিজের প্রিন্টারগুলো প্রতি মিনিটে ৩৪ পৃষ্ঠা প্রিন্ট এবং স্বয়ংক্রিয় ডুপ্লেক্স প্রিন্টিং সুবিধা সহ ২,৬০০ পৃষ্ঠা পর্যন্ত সাশ্রয়ী টোনার ব্যবহার করে। এছাড়াও, এই প্রিন্টারগুলো এ৪, এ৫, এ৬ সাইজের কাগজ এবং খাম সহ বিভিন্ন ধরনের কাগজ সাইজ সমর্থন করে। ২৫০ শীট ধারণক্ষমতা সম্পন্ন কাগজ ট্রে এবং ৫০ শীটের স্বয়ংক্রিংয় ডকুমেন্ট ফিডার ব্যবহারকারীদের বিভিন্ন প্রিন্টিং চাহিদা পূরণে সহায়ক।
উল্লেখ্য, ব্রাদার ১১০ বছরেরও বেশি সময় ধরে প্রিন্টিং প্রযুক্তি সরবরাহ করে আসছে যা বিশ্বখ্যাত জাপানি ব্র্যান্ড। ১৬ বছরেরও অধিক সময় ধরে বাংলাদেশের বাজারে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি ব্রাদার ব্র্যান্ডের প্রিন্টার সরবরাহ করে আসছে।
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫
ব্রাদার ইন্টারন্যাশনাল (গালফ) এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর পক্ষ থেকে গত ৩০ জানুয়ারি ঢাকার একটি হোটেলে নতুন প্রিন্টার সিরিজ নিয়ে এক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে টোনার বক্স সিরিজের ৬টি এবং নতুন সিরিজের ৮টি মডেলের প্রিন্টার উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ আবদুল ফাত্তাহ, পরিচালক মোহাম্মদ রফিকুল আনোয়ার, উপ-পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন খন্দকার। ব্রাদার ইন্টারন্যাশনাল (গালফ) থেকে মিঃ ভাভিক মাতানি অনলাইনে যোগদান করেন।
নতুন এই টোনার বক্স সিরিজের সাশ্রয়ী টোনার কার্টিজ প্রতি পৃষ্ঠায় ৫০ পয়সা খরচে মুদ্রণ করতে সক্ষম, যা ব্যবহারকারীর খরচ কমায়।
নতুন টোনার সিরিজের প্রিন্টারগুলো প্রতি মিনিটে ৩৪ পৃষ্ঠা প্রিন্ট এবং স্বয়ংক্রিয় ডুপ্লেক্স প্রিন্টিং সুবিধা সহ ২,৬০০ পৃষ্ঠা পর্যন্ত সাশ্রয়ী টোনার ব্যবহার করে। এছাড়াও, এই প্রিন্টারগুলো এ৪, এ৫, এ৬ সাইজের কাগজ এবং খাম সহ বিভিন্ন ধরনের কাগজ সাইজ সমর্থন করে। ২৫০ শীট ধারণক্ষমতা সম্পন্ন কাগজ ট্রে এবং ৫০ শীটের স্বয়ংক্রিংয় ডকুমেন্ট ফিডার ব্যবহারকারীদের বিভিন্ন প্রিন্টিং চাহিদা পূরণে সহায়ক।
উল্লেখ্য, ব্রাদার ১১০ বছরেরও বেশি সময় ধরে প্রিন্টিং প্রযুক্তি সরবরাহ করে আসছে যা বিশ্বখ্যাত জাপানি ব্র্যান্ড। ১৬ বছরেরও অধিক সময় ধরে বাংলাদেশের বাজারে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি ব্রাদার ব্র্যান্ডের প্রিন্টার সরবরাহ করে আসছে।