ফোল্ডেবল স্মার্টফোনের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় নিয়ে, সম্প্রতি বাংলাদেশের বাজারে বহুল আলোচিত ফোল্ডেবল ফোন ফ্যান্টম ভি ফোল্ড২ ৫জি ফোনটি নিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান টেকনো।
ডিভাইসটির অ্যারোস্পেস-গ্রেড প্রোপ্রাইটারি হিঞ্জ ডিজাইন, স্টাইল এবং ডিউরাবিলিটি নিশ্চিত করবে। ফোল্ড ফোন হলেও এই ফোনের ওজন ২৪৯ গ্রাম এবং আনফোল্ডেড অবস্থায় এই ডিভাইসটির থিকনেস ৫.৫ মিলিমিটার। ফোনটি ৪ লক্ষ বার ফোল্ড এবং আনফোল্ড টেস্ট পাশ করেছে।
স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল স্ক্রিন। ৭.৮৫ ইঞ্চি অ্যামোলেড মেইন স্ক্রিন এবং একটি ৬.৪২ ইঞ্চি অ্যামোলেড সাব স্ক্রিন। মেইন স্ক্রিনে রয়েছে ২২৯৬ বাই ২০০০ টুকে+ রেজ্যুলেশন এবং সাব-স্ক্রিনে রয়েছে ২৫৫০ বাই ১০৮০ এফএইচডি+ রেজ্যুলেশন। পাশাপাশি এর ডুয়াল ১২০ হার্জ এলটিপিও অ্যাডাপটিভ রিফ্র্রেশ রেট নিশ্চিত করবে চমৎকার ভিজ্যুয়াল ও স্মুথ অভিজ্ঞতা। এই ডিভাইসে আরও আছে ফ্যান্টম ভি পেন সাপোর্ট। এই পেনে রয়েছে লকস্ক্রিন নোট, গ্লোবাল কাটআউট, রিমোট কন্ট্রোল, রাইট টু ক্যালকুলেট সহ আরও অনেক ফিচার। টেকনো এআই দ্বারা সমর্থিত এই ডিভাইসে রয়েছে এলা (এআই অ্যাসিস্ট্যান্ট), এআই দিয়ে লেখা এবং রিয়েলটাইমে কথোপকথন অনুবাদ করার টুল। এছাড়া, এই ফোনে এআই আর্টবোর্ড, এআই সামারিও এআই ওয়ালপেপার জেনারেটর সহ আরও অনেক এআই-চালিত ফিচার রয়েছে।
ডিভাইসটিতে রয়েছে আল্ট্রা-ক্লিয়ার পাঁচটি লেন্স সম্বলিত ক্যামেরা সিস্টেম, সাথে ৫০ মেগাপিক্সেল (মেইন) + ৫০ মেগাপিক্সেল (পোর্ট্রেট) + ৫০ মেগাপিক্সেল (আল্ট্রা-ওয়াইড) সেটআপ। সেলফির জন্য ফোনটিতে ডুয়াল ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও রয়েছে।
মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+ প্রসেসর সমৃদ্ধ ডিভাইসটিতে আরও রয়েছে ১২ জিবি র্যাম (+১২ জিবি এক্সটেন্ডেড র্যাম), ৫১২ জিবি স্টোরেজ সক্ষমতা, ৫৭৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৭০ ওয়াট আল্ট্রা চার্জ এবং ১৫ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জ সুবিধা, আইপি৫৪-গ্রেড ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স, আইপি৬৮-গ্রেড ওয়াটার প্রুফ টাইপ-সি কম্পোনেন্ট, ওয়াটার অ্যান্ড ডাস্ট-প্রুফ সাইড কি সিল স্ট্রাকচার, ৩৬০ ডিগ্রি ওয়াটারপ্রুফ মিড ফ্রেম, ওয়ান-মিটার ড্রপ টেস্ট সার্টিফিকেশন, টিইউভি এসইউডি৬০ মাসের ফ্লুয়েন্সি গ্রেড এ মার্ক এবং দুটি অ্যান্ড্রয়েড আপগ্রেড ও তিন বছরের সিকিউরিটি আপডেট সহ ফ্যান্টম ভি ফোল্ড২ ৫জি ডিভাইসটির মূল্য ১৩৯,৯৯৯ টাকা।
শনিবার, ০৮ মার্চ ২০২৫
ফোল্ডেবল স্মার্টফোনের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় নিয়ে, সম্প্রতি বাংলাদেশের বাজারে বহুল আলোচিত ফোল্ডেবল ফোন ফ্যান্টম ভি ফোল্ড২ ৫জি ফোনটি নিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান টেকনো।
ডিভাইসটির অ্যারোস্পেস-গ্রেড প্রোপ্রাইটারি হিঞ্জ ডিজাইন, স্টাইল এবং ডিউরাবিলিটি নিশ্চিত করবে। ফোল্ড ফোন হলেও এই ফোনের ওজন ২৪৯ গ্রাম এবং আনফোল্ডেড অবস্থায় এই ডিভাইসটির থিকনেস ৫.৫ মিলিমিটার। ফোনটি ৪ লক্ষ বার ফোল্ড এবং আনফোল্ড টেস্ট পাশ করেছে।
স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল স্ক্রিন। ৭.৮৫ ইঞ্চি অ্যামোলেড মেইন স্ক্রিন এবং একটি ৬.৪২ ইঞ্চি অ্যামোলেড সাব স্ক্রিন। মেইন স্ক্রিনে রয়েছে ২২৯৬ বাই ২০০০ টুকে+ রেজ্যুলেশন এবং সাব-স্ক্রিনে রয়েছে ২৫৫০ বাই ১০৮০ এফএইচডি+ রেজ্যুলেশন। পাশাপাশি এর ডুয়াল ১২০ হার্জ এলটিপিও অ্যাডাপটিভ রিফ্র্রেশ রেট নিশ্চিত করবে চমৎকার ভিজ্যুয়াল ও স্মুথ অভিজ্ঞতা। এই ডিভাইসে আরও আছে ফ্যান্টম ভি পেন সাপোর্ট। এই পেনে রয়েছে লকস্ক্রিন নোট, গ্লোবাল কাটআউট, রিমোট কন্ট্রোল, রাইট টু ক্যালকুলেট সহ আরও অনেক ফিচার। টেকনো এআই দ্বারা সমর্থিত এই ডিভাইসে রয়েছে এলা (এআই অ্যাসিস্ট্যান্ট), এআই দিয়ে লেখা এবং রিয়েলটাইমে কথোপকথন অনুবাদ করার টুল। এছাড়া, এই ফোনে এআই আর্টবোর্ড, এআই সামারিও এআই ওয়ালপেপার জেনারেটর সহ আরও অনেক এআই-চালিত ফিচার রয়েছে।
ডিভাইসটিতে রয়েছে আল্ট্রা-ক্লিয়ার পাঁচটি লেন্স সম্বলিত ক্যামেরা সিস্টেম, সাথে ৫০ মেগাপিক্সেল (মেইন) + ৫০ মেগাপিক্সেল (পোর্ট্রেট) + ৫০ মেগাপিক্সেল (আল্ট্রা-ওয়াইড) সেটআপ। সেলফির জন্য ফোনটিতে ডুয়াল ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও রয়েছে।
মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+ প্রসেসর সমৃদ্ধ ডিভাইসটিতে আরও রয়েছে ১২ জিবি র্যাম (+১২ জিবি এক্সটেন্ডেড র্যাম), ৫১২ জিবি স্টোরেজ সক্ষমতা, ৫৭৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৭০ ওয়াট আল্ট্রা চার্জ এবং ১৫ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জ সুবিধা, আইপি৫৪-গ্রেড ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স, আইপি৬৮-গ্রেড ওয়াটার প্রুফ টাইপ-সি কম্পোনেন্ট, ওয়াটার অ্যান্ড ডাস্ট-প্রুফ সাইড কি সিল স্ট্রাকচার, ৩৬০ ডিগ্রি ওয়াটারপ্রুফ মিড ফ্রেম, ওয়ান-মিটার ড্রপ টেস্ট সার্টিফিকেশন, টিইউভি এসইউডি৬০ মাসের ফ্লুয়েন্সি গ্রেড এ মার্ক এবং দুটি অ্যান্ড্রয়েড আপগ্রেড ও তিন বছরের সিকিউরিটি আপডেট সহ ফ্যান্টম ভি ফোল্ড২ ৫জি ডিভাইসটির মূল্য ১৩৯,৯৯৯ টাকা।